শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ২৬ জুন, ২০১৮, ০২:৫০ রাত
আপডেট : ২৬ জুন, ২০১৮, ০২:৫০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গাজীপুর সিটি নির্বাচনে যত নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক : গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশন, গাজীপুর জেলা প্রশাসন ও জেলা পুলিশ নানাবিধ নিষেধাজ্ঞা আরোপ করেছে। সাংবাদিকরা কী করতে পারবেন, আর কী করতে পারবেন না– সে সম্পর্কে নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন। যানবাহন চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে জেলা প্রশাসন। বিষয়টির সঙ্গে নির্বাচন কমিশনও একমত পোষণ করেছে।

নির্বাচন প্রভাবমুক্ত, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ করার লক্ষ্যে গাজীপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে– নির্বাচনী এলাকায় ২৫ জুন রাত ১২টা থেকে ২৬ জুন রাত ১২টা পর্যন্ত সাত ধরনের যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এগুলো হচ্ছে, বেবিট্যাক্সি/অটোরিক্সা, ট্যাক্সিক্যাব, পিকআপ, বাস, ট্রাক ও টেম্পো। খবর বাংলা ট্রিবিউন’র।

সাংবাদিকদের বিধিনিষেধ

নির্বাচন কমিশন থেকে গত দুইদিন ধরে সাংবাদিক অনুমোদন ও পরিচয়পত্র প্রদান সংক্রান্ত আদেশে বলা হয়েছে– নির্বাচনি সংবাদ কাভার করার সময় প্রিজাইডিং অফিসারের অনুমতি ছাড়া ভোট কক্ষে প্রবেশ করা যাবে না। তবে অনুমতি সাপেক্ষে স্বল্প সময়ের জন্য ভোট কক্ষের ভেতর প্রবেশ করতে পারবেন এবং ভোট গ্রহণ কার্যক্রমের ছবি ভিডিও করতে পারবেন। নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাজে হস্তক্ষেপ করতে পারবেন না। কোনও প্রকার নির্বাচনী উপকরণ স্পর্শ বা অপসারণ করতে পারবেন না। নির্বাচনে প্রার্থী বা কোনও রাজনৈতিক দলের পক্ষে বা বিপক্ষে যে কোনও ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকবেন।

কমিশন থেকে আরও বলা হয়, নির্বাচন অনুষ্ঠানে সহায়তার জন্য সাংবাদিকরা সংবিধান, নির্বাচনি আইন ও বিধিবিধান মেনে চলবেন। কোনোক্রমেই ভোট দানের গোপন কক্ষে প্রবেশ করতে পারবেন না এবং এর ভেতরে কোনও ছবি তুলতে বা ভিডিও করতে পারবেন না। ভোট কেন্দ্রের ভিতরে নির্বাচনের দায়িত্বপালনরত কোনও কর্মকর্তা/কর্মচারী, পোলিং এজেন্ট বা দায়িত্বরত/কর্মরত কারো সাক্ষাৎকার নিতে পারবেন না। ভোট কক্ষের ভেতর থেকে সরাসরি সম্প্রচার করা যাবে না। ভোট গণনার কার্যক্রমের ছবি সরাসরি সম্প্রচার করা যাবে না। একইসঙ্গে একাধিক সাংবাদিক একই কক্ষে প্রবেশ করতে পারবেন না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়