শিরোনাম
◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে

প্রকাশিত : ২৬ জুন, ২০১৮, ১০:২৪ দুপুর
আপডেট : ২৬ জুন, ২০১৮, ১০:২৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিএনপি নেতা মিজানের বাসায় ডিবি পুলিশ

সুশান্ত সাহা : বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মেজর (অব.) মিজানের বাসা ঘেরাও করে রেখেছে ডিবি পুলিশ। রাত দেড়টার দিকে তার গুলশান-১ এর ৮ নম্বর রোডের ১০ নম্বর বাসায় চারপাশে অবস্থান নেয় সাদা পোশাকধারী পুলিশ। তিনি নিজেই রাত আড়াইটা এ তথ্য জানান।

গুলশান থানায় যোগাযোগ করা হলে ডিউটি অফিসার সাব ইন্সপেক্টর ফেরদৌস বলেন, ‘৮ নম্বর রোডের ১০ নম্বর বাসায় ডিবির টিম আছে। কী কারণে তা সঠিক জানি না। থানার টিম আছে।’ এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘মামলা তো আছে। তবে নির্দিষ্ট করে বলা যাবে তাকে থানায় আনার পর।

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মিজান বলেন, ‘গত এক ঘন্টা ধরে সিভিল ড্রেসে স্বশস্ত্র ব্যক্তি ফ্ল্যাটের চারিদিকে ঘিরে আছে। নক করতেছে। বাসায় ঢুকার চেষ্টা করতেছে। আমি ম্যানুয়ালি গুলশান থানাকে জানিয়েছি। বললাম যে পুলিশ দেখতে পারছি না। তারাও বলল, যে দেখতেছি।’

মেজর অব. মিজানের সঙ্গে মোবাইলে কথা বলার সময় তার ফ্ল্যাট থেকে চিৎকারের শব্দ আসছিলো। মিজান দ্বিতীয়বার জানান, তার বাসার দরোজা ভাঙার চেষ্টা করা হচ্ছে।

তিনি আরও বলেন, ‘আমার বিরুদ্ধে ওয়ারেন্ট থাকলে আমি তো নিজেই থানায় যেতাম।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়