শিরোনাম
◈ বাংলাদেশ ব্রাজিল থেকে ইথানল নিতে পারে, যা তেলের চেয়ে অনেক সস্তা: রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র সরে এলে বিশ্বরাজনীতিতে নেতৃত্ব দেবে কে: বাইডেন ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ বাড়ছে না শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি ◈ আরও তিন মামলায় জামিন পেলেন মামুনুল হক ◈ সাজেকে ট্রাক খাদে পড়ে নিহতের সংখ্যা বেড়ে ৯ ◈ তাপপ্রবাহে উচ্চ স্বাস্থ্য ঝুঁকিতে শিশুরা,  বাড়তি সতর্কতার পরামর্শ ইউনিসেফের ◈ মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থিতা প্রত্যাহার না করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের 

প্রকাশিত : ২৬ জুন, ২০১৮, ০৯:২১ সকাল
আপডেট : ২৬ জুন, ২০১৮, ০৯:২১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঐশ্বরিয়ার মেয়ে হবে ভারতের প্রধানমন্ত্রী!

বিনোদন ডেস্ক : বলিউডের স্বনামধন্য বচ্চন পরিবারের বউ ঐশ্বরিয়া রাই বচ্চনের মেয়ে আরাধ্য ভারতের প্রধানমন্ত্রী হবে! এটা কীভাবে সম্ভব? কারণ তার বয়স তো মাত্র সাত।

‘ভারতের ভবিষ্যতের প্রধানমন্ত্রী হবে আরাধ্য’ সম্প্রতি ভারতের হায়দরাবাদের ডি জ্ঞানেশ্বর নামে এক জ্যোতিষী এই ভবিষ্যদ্বাণী করেছেন।

রোববার হায়দরাবাদে সংবাদ সম্মেলন করে বলিউডের বরেণ্য অভিনেতা অমিতাভ বচ্চনের নাতনি আরাধ্যর ব্যাপারে নিজের এই ভবিষ্যদ্বাণীর কথা জানান ডি জ্ঞানেশ্বর।
এই জ্যোতিষীর মতে, এর জন্য আগে আরাধ্যর নাম পরিবর্তন করতে হবে। আরাধ্যর নতুন নাম রাখতে হবে রোহিনী।

জ্যোতিষীর এই ভবিষ্যদ্বাণী বিশ্বাস করে আরাধ্যর নাম পরিবর্তন করা হবে কি না, সে ব্যাপারে এখনো কিছু জানায়নি বচ্চন পরিবার।
ভারতীয় সংবাদমাধ্যমের মতে, ডি জ্ঞানেশ্বর একজন নামী জ্যোতিষী। হায়দরাবাদ শহরে তার কার্যালয়। তার ভবিষ্যদ্বাণীর ব্যাপারে সাধারণ মানুষের নাকি আস্থা আছে। কারণ, এর আগে তিনি এমন কিছু ভবিষ্যদ্বাণী করেছেন, যা পরে বাস্তবে রূপ পেয়েছে। ফলে মানুষের বিশ্বাস ও আস্থা তৈরি হয়েছে তার ওপর।

রোববারের সংবাদ সম্মেলনে ডি জ্ঞানেশ্বর দাবি করেন, চিরঞ্জীবী আর রজনীকান্ত যে রাজনৈতিকভাবে একজন আরেকজনের প্রতিদ্বন্দ্বী হবেন, সে কথাও নাকি তখন তিনি বলেছিলেন।
সংবাদ সম্মেলনে ডি জ্ঞানেশ্বর আরও জানিয়েছেন, ২০১৯ সালের নির্বাচনে ভারতের লোকসভা নির্বাচনে জয়ী হবে বিজেপি, আর আবারও প্রধানমন্ত্রী হবেন নরেন্দ্র মোদি। রজনীকান্ত হবেন তামিলনাড়ুর পরবর্তী মুখ্যমন্ত্রী।
আন্তর্জাতিক কিছু ব্যাপারেও নিজের ভবিষ্যদ্বাণীর কথা জানান ডি জ্ঞানেশ্বর। তার মতে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয়বার নির্বাচিত হবেন ডোনাল্ড ট্রাম্প। ২০২৪ সালে ভারত-পাকিস্তানের মধ্যে আবারও যুদ্ধ হওয়ার কথা বলেন তিনি।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া,যুগান্তর

  • সর্বশেষ
  • জনপ্রিয়