শিরোনাম
◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ ◈ নিরস্ত্র ফিলিস্তিনিরা সাদা পতাকা উড়াচ্ছিল, তাদের বূলডোজার দিয়ে মাটি চাপা দিল ইসরায়েলী সেনারা ◈ ইসরায়েলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা দ্রুত আরোপ করুন: জাতিসংঘ বিশেষজ্ঞ ◈ যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত ◈ বাংলাদেশে পূর্ণাঙ্গ ও মুক্ত গণতন্ত্র বাস্তবায়নে কাজ করে যাবে যুক্তরাষ্ট্র: ম্যাথিউ মিলার ◈ ঈদের পর কমপক্ষে ২৩ ডিসি’র রদবদল হতে পারে ◈ ৫ থেকে ১৪ এপ্রিলের মধ্যে কর্মদিবস একদিন ◈ চাঁদপুরে পিকআপ ভ্যান ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত

প্রকাশিত : ২৬ জুন, ২০১৮, ০৭:৩৬ সকাল
আপডেট : ২৬ জুন, ২০১৮, ০৭:৩৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মেয়র প্রার্থীরা কে কখন কোথায় ভোট দেবেন

নিজস্ব প্রতিবেদক : রাত পোহালেই অনুষ্ঠিত হতে যাচ্ছে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন। সেই নির্বাচনে মেয়র পদে 'ধানের শীষ' দলীয় প্রতীককে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপি সমর্থিত প্রার্থী মুক্তিযোদ্ধা মো. হাসান উদ্দিন সরকার ও 'নৌকা' প্রতীককে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম।

এই মেয়র প্রার্থীরা কে কোথায় নিজেদের ভোট দিবেন তা নিয়ে সবার আগ্রহের কমতি নেই। বিএনপির মেয়র প্রার্থী হাসান উদ্দিন সরকার ভোটের দিন সকাল ৮ টার পরপরই টঙ্গীর ৫৪নং ওয়ার্ডে বশিরউদ্দিন উদয়ন একাডেমি কেন্দ্রে উপস্থিত থেকে ভোট দেবেন বলে বিএনপি মিডিয়া উইং থেকে জানা গেছে। খবর বার্তা ২৪’র।

আওয়ামী লীগের মেয়র প্রার্থী জাহাঙ্গীর আলম মঙ্গলবার সকাল ৮টার পর ৩০নং ওয়ার্ডের কানাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেবেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. নাসিরউদ্দিন (হাতপাখা) সকাল ৯ টায় ভোট দেবেন ৪৮নং ওয়ার্ডের ধূমকেতু প্রি-ক্যাডেট অ্যান্ড হাইস্কুল কেন্দ্রে। ইসলামী ঐক্যজোটের মেয়র প্রার্থী ফজলুর রহমান (মিনার) সকালে ভোট দেবেন ১৫নং ওয়ার্ডের ভোগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে।

স্বতন্ত্র প্রার্থী ফরিদ আহমদ (টেবিল ঘড়ি) ভোট দেবেন সকাল ৯টায় ৩৭নং ওয়ার্ডের হাজী আবদুল লতিফ রেজিস্ট্রি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে। বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মেয়র প্রার্থী মো. জালাল উদ্দিন (মোমবাতি) ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির প্রার্থী কাজী মো. রুহুল আমিন (কাস্তে) তাদের নিজ নিজ কেন্দ্রে ভোট দেবেন।

এছাড়া বর্তমান মেয়র অধ্যাপক এমএ মান্নান সকাল ১০টায় ১৯নং ওয়ার্ডের সালনা ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা কেন্দ্রে ভোট দেবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়