শিরোনাম
◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত

প্রকাশিত : ২৬ জুন, ২০১৮, ০৬:৩৬ সকাল
আপডেট : ২৬ জুন, ২০১৮, ০৬:৩৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাঠে নামলো পর্তুগাল-ইরান

স্পোর্টস ডেস্ক : রাশিয়া বিশ্ববকাপে টিকে থাকার থাকার লড়াইয়ে ‘বি‘ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে মাঠে নেমেছে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল ও আলী রেজা জাহনবাক্স’র ইরান।

রাশিয়া বিশ্বকাপের শেষ ষোল’র টিকিট পেতে রোনালদোদের জন্য সমীকরণটা খুব সহজ। ‘বি’ গ্রুপে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে ইরানকে হারালেই চলবে। কেননা দুই ম্যাচের ১ জয় ও ১ ড্র’য়ে ৪ পয়েন্ট নিয়ে থাকা পর্তুগালের পয়েন্ট গিয়ে দাঁড়াবে ৭ এ।

অনুরুপভাবে ইরানের জন্যও দ্বিতীয় রাউন্ডে ওঠার সমীকরণটি খুব কঠিন নয়। গ্রুপ পর্বের দুই ম্যাচে ১ জয়ে ৩ পয়েন্ট নিয়ে টেবেলির তিন নাম্বারে থাকা দলটি কোনভাবে ক্রিস্টিয়ানোর রোনালদোদের হারের স্বাদ পাইয়ে দিতে পারলেই ৬ পয়েন্ট নিয়ে নক আউট পর্ব নিশ্চিত করবে।

একই সময়ে অনুষ্ঠিত স্পেন ও মরোক্কোর মধ্যকার দিনের অপর ম্যাচ থেকেও শেষ ষোলতে যাওয়ার আরেক জোর দাবীদার ২০১০ এর বিশ্বচ্যাম্পিয়ন স্পেন। প্রথম দুই ম্যাচে ১ জয় ও ১ ড্র’য়ে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা স্প্যানিয়ার্ডরা যে কোন ব্যবধানে মরোক্কোকে হারাতে পারলেই নক আউট পর্বে উঠে যাবে।

সোমবার (২৫ জুন) বাংলাদেশ সময় রাত ১২ টায় ম্যাচটি অনুষ্ঠিত হবে সারনস্ক স্টেডিয়ামে।

পর্তুগাল একাদশ: রুই পাত্রিজিও, পেপে, রাফায়েল গেরেইরো, হোসে ফোন্তে, ক্রিস্টিয়ানো রোনালদো, আন্দ্রে সিলভা, হোয়াও মারিও, উইলিয়াম কারভালহো, রিকার্দো কুয়ারেসমা, সেদ্রিক সোয়ারেজ ও আদ্রেইন সিলভা।

ইরান একাদশ: আলিরেজা বাইরানবন্দ, এহসান হাজি সাফি, সাঈয়িদ এজাতোলাহি, মোর্তেজা পৌরালিগানজি,ওমিদ ইব্রাহিমি, বাহিদ আমিরি, মাহদি তোরাবি, আলিরেজা জাহানবক্স, সাঈয়েদ মাজিদ হোসাইনি, সারদার আজমুন ও রামিন রেজাইয়ান।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়