শিরোনাম

প্রকাশিত : ২৬ জুন, ২০১৮, ০৬:৩৫ সকাল
আপডেট : ২৬ জুন, ২০১৮, ০৬:৩৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি পেলেন না সাবেক ন্যাটো প্রধান

ডেস্ক রিপোর্ট : যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি পেলেন না পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সাবেক প্রধান জাভিয়ার সোলানা। তার এ সংক্রান্ত অনলাইন আবেদন প্রত্যাখ্যান করা হয়েছে। সোমবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

জাভিয়ার সোলানা১৯৯৫ থেকে ১৯৯৯ সাল পর্যন্ত ন্যাটো প্রধানের দায়িত্ব পালন করেন জাভিয়ার সোলানা। ২০০৯ সাল পর্যন্ত দীর্ঘদিন তিনি ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান ছিলেন। এই প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র প্রবেশের অনুমতি লাভে ব্যর্থ হন তিনি।

৭৫ বছরের জাভিয়ার সোলানা মনে করেন, ২০১৩ সালে কাজের সুবাদে ইরান সফর করায় যুক্তরাষ্ট্রে প্রবেশে এমন বিধিনিষেধের শিকার হয়েছেন তিনি। ওই সময়ে তিনি পশ্চিমা দুনিয়ার সঙ্গে ইরানের পরমাণু সমঝোতা নিয়ে আলোচনা করেন। এর ধারাবাহিকতায় ২০১৫ সালে পরমাণু ইস্যুতে যুক্তরাষ্ট্রসহ ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে সমঝোতায় উপনীত হয় তেহরান।

স্পেনের সাবেক পররাষ্ট্রমন্ত্রী জাভিয়ার সোলানা ব্রুকিংস ইন্সটিটিউশনের অন্যতম। ওয়াশিংটনে এই ইন্সটিটিউশনের এক আয়োজনে ভাষণ দেওয়ার কথা ছিল তার।

জাভিয়ার সোলানা বলেন, অন্য আলোচকদের মতো আমিও একজন প্রতিনিধি হিসেবে ইরান গিয়েছিলাম। আলাপ-আলোচনার জন্য লোকজনকে সবচেয়ে জটিল দেশগুলিতেও যেতে হয়।

সূত্র : বাংলাট্রিবিউন

  • সর্বশেষ
  • জনপ্রিয়