শিরোনাম
◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের 

প্রকাশিত : ২৬ জুন, ২০১৮, ০৬:০৮ সকাল
আপডেট : ২৬ জুন, ২০১৮, ০৬:০৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মুক্তমনা লেখক শাহজাহান বাচ্চুর হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক : মুক্তমনা লেখক ও ব্লগার শাহজাহান বাচ্চুর হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে রাজধানীতে মানববন্ধন করেছে ঢাকাস্থ মুন্সীগঞ্জ-বিক্রমপুর সাংবাদিক ফোরাম, ঢাকা।

সোমবার বেলা ১ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এই কর্মসূচিতে সাংবাদিক নেতৃবৃন্দ অংশ নেন। মানববন্ধনে বক্তারা বলেন, মুন্সিগঞ্জের প্রশাসন সাংবাদিকের উপর হামলাকারীদের প্রশ্রয় দিচ্ছে বলেই একের পর এক সাংবাদিকদের উপর হামলা চলছে। অপরদিকে মুক্তমনা লেখক শাহজাহান বাচ্চুর হত্যাকারীদের এখন পর্যন্ত পুলিশ গ্রেফতার করতে পারেনি। এই অবস্থায় স্থানীয় সাংবাদিকেরা আতঙ্কের মধ্যে পেশাগত দায়িত্ব পালন করছে।

এদিকে বিক্রমপুর প্রেসক্লাবের সভাপতি ও কালের কন্ঠের মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি মো. মাসুদ খানের উপর চিহ্নিত মাদকসেবীরা হামলা চালিয়েছে। সারাদেশে যখন মাদক অভিযান চলছে তখন কোন সাহসে এ মাদকসেবীরা একজন সাংবাদিকের উপর হামলা করার সাহস পায়। তাদেরকে কেনো মাদক আইনে গ্রেফতার করা হচ্ছে না।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেশন সাংবাদিক ইউনিয়নের নির্বাহী সদস্য স্বপন দাস গুপ্ত, মুন্সীগঞ্জ-বিক্রমপুর সাংবাদিক ফোরাম, ঢাকার সভাপতি রাজু আহমেদ, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর খান বাবু, ঢাকা সাব এডিটর কাউন্সিল সাধারণ সম্পাদক শাহাদাৎ রানা, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক নেতা অমিয় ঘটক পুলক, একাত্তর টিভির সিনিয়র রিপোর্টার মিল্টন আনোয়ার, দেশ টিভির সিনিয়র রিপোর্টার সৈকত সাদিক, বাংলাদেশ প্রতিদিন স্টাফ রিপোর্টার আরাফাত মুন্না, বাংলা প্রতিদিনের চীফ রিপোর্টার নুরে আলম সিদ্দিকি খোকন, সিনিয়র সাংবাদিক জাকির শিকদার, বিক্রমপুর প্রেসক্লাবের সভাপতি মো. মাসুদ খান, অতিরিক্ত সাধারণ সম্পাদক এম. তরিকুল ইসলাম, দৈনিক বাংলাদেশের খবর ও চ্যানেল এস'র লৌহজং উপজেলা প্রতিনিধি মো. মানিক মিয়া প্রমুখ।

উল্লেখ্য গত ১১ জুন সন্ধ্যায় মুক্তমনা লেখক ও ব্লগার শাহজাহান বাচ্চু তার গ্রামের বাড়ির মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার কাকালদিতে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন। এর পূর্বে গত ৬ জুন দুপুরে বিক্রমপুর প্রেসক্লাবের সভাপতি ও কালের কন্ঠের মুন্সীগঞ্জ প্রতিনিধি মোঃ মাসুদ খানকে মুন্সীগঞ্জের লৌহজংয়ের হলদিয়াতে মাদক সেবীরা হামলা করে তাকে মারাত্বক আহত করে। তারও পূর্বে সন্ত্রাসীর হামলার শিকার হন মুন্সীগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক সভ্যতার আলোর সম্পাদক মীর নাসির উদ্দিন উজ্জ্বল ও দৈনিক ভোরের কাগজ পত্রিকার শ্রীনগর প্রতিনিধি অধীর রাজ বংশী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়