শিরোনাম

প্রকাশিত : ২৬ জুন, ২০১৮, ০৫:৫৮ সকাল
আপডেট : ২৬ জুন, ২০১৮, ০৫:৫৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মুম্বাইয়ে ভারি বৃষ্টিপাতে ৪ জনের মৃত্যু

বাঁধন : ভারতের মুম্বাইয়ে গত ২৪ ঘণ্টায় প্রায় ২৩১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ভারি বৃষ্টির কারণে সড়কগুলোতে পানি জমে যাওয়ায় যানবাহন চলাচল বিঘ্নিত হচ্ছে। ট্রেনগুলোও নির্ধারিত সময়ের পরে ছেড়েছে।

রাতভর বৃষ্টিতে মুম্বাই ও এর আশেপাশের এলাকায় অন্তত চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

তাদের মধ্যে মালাদ এলাকায় একটি খোলা কূপে পড়ে ১৫ বছরের এক কিশোর মারা যায়। থানে জেলায় দেওয়াল ধসে ১৩ বছরের আরেক কিশোরের মৃত্যু হয়।

বাকি দুইজন আজাদ ময়দানের কাছে উপড়ে পড়া গাছের নিচে চাপা পড়ে মারা গেছেন।

প্রচণ্ড বৃষ্টিতে মুম্বাইয়ের ওয়াডালা এলাকার অ্যানটপ হিলে একটি আবাসিক কমপ্লেক্সের কম্পাউন্ডের বিশালাকৃতির দেওয়াল ধসে অন্তত ১৫টি গাড়ি ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে।

ছবিতে অন্তত পাঁচটি গাড়ি ধ্বংসস্তুপের নিচে পুরোপুরি চাপা পড়ে থাকতে দেখা যায়। তবে সৌভাগ্যবশত এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

আবহাওয়া অধিদপ্তরের এক কর্মকর্তা বলেন, গত ২৪ ঘণ্টায় মুম্বাইয়ে ২৩১ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। সূত্র : বিডিনিউজ

:

  • সর্বশেষ
  • জনপ্রিয়