শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ২৬ জুন, ২০১৮, ০৪:০৮ সকাল
আপডেট : ২৬ জুন, ২০১৮, ০৪:০৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইইউ শুল্কারোপ এড়াতে যুক্তরাষ্ট্রের বাহিরে বেশ কিছু কারখানা সরিয়ে নেবে হার্লে ডেভিডসন

নূর মাজিদ: মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আমদানিকৃত পণ্যে ইউরোপীয় ইউনিয়নের বাড়তি শুল্ক এড়াতে যুক্তরাষ্ট্র থেকে বেশকিছু উৎপাদন কেন্দ্র স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছে হার্লে ডেভিডসন। সোমবার বিশ্বখ্যাত এই মোটরসাইকেল নির্মাতা কোম্পানি তাদের এমন সিদ্ধান্তের কথা জানিয়েছে। এসময় তারা জানায়, ইউরোপীয় ইউনিয়নের আরোপিত শুল্কের ফলে কোম্পানিটিকে বাৎসরিক ৯০ মিলিয়ন থেকে ১০০ মিলিয়ন অতিরিক্ত বাণিজ্য শুল্ক দিতে হবে।

হার্লে ডেভিডসন জানায়, এই বাড়তি শুল্ক তাদের পণ্যের দাম বৃদ্ধি করবে এবং প্রতিযোগীদের কাছে তাদের বাজার হারানোর সম্ভবনা সৃষ্টি করবে। এই সমস্ত চিন্তা মাথায় রেখেই তারা যুক্তরাষ্ট্র থেকে তাদের বেশ কিছু উৎপাদন কেন্দ্র তাদের আন্তর্জাতিক কারখানাগুলোতে সরিয়ে নেয়ার পরিকল্পনা করেছেন।

রয়টার্স জানায়, হার্লে ডেভিডসনের মতো কোম্পানির এমন সিদ্ধান্ত মূলত মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের বাণিজ্য নীতির পাল্টা বুমেরাং হিসেবে দেখা হচ্ছে। ট্রাম্প যুক্তরাষ্ট্রে কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যেই ইউরোপিয় ইউনিয়নের ওপর নিষেধাজ্ঞা দেন ট্রাম্প। কিন্তু, ইউরোপের পাল্টা শুল্কারোপ হার্লে ডেভিডসনের মতো অনেক মার্কিন কোম্পানিকেই যুক্তরাষ্ট্রের বাহিরে তাদের কারখানা সরিয়ে নিতে প্রলুদ্ধ করবে। ফলে, যুক্তরাষ্ট্রের বাণিজ্য নীতির সুফলের চাইতে এতে কর্মসংস্থান কমে সামগ্রিক অর্থনীতির ক্ষতিগ্রস্থ হবার সম্ভাবনাই অনেক বেশী।

ইতোপূর্বে, চীনও যুক্তরাষ্ট্রের বাণিজ্য সংরক্ষণবাদিতা তার কর্মীদের জন্য অশুভ ফল বয়ে আনবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করে। রয়টার্স

  • সর্বশেষ
  • জনপ্রিয়