শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ২৬ জুন, ২০১৮, ০২:৫৯ রাত
আপডেট : ২৬ জুন, ২০১৮, ০২:৫৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইয়াবাসহ আবারো শ্যামলী পরিবহনের চালক-হেলপার আটক

সুজন কৈরী : রাজধানীর যাত্রাবাড়ীর সায়েদাবাদ এলাকা থেকে ৭ হাজার পিস ইয়াবাসহ আবারো শ্যামলী পরিবহনের চালক ও হেলপারকে আটক করেছে র‌্যাব-৩। আটককৃতরা হলেন- বাস চালক মো. আ. হালিম শেখ (৪২) ও হেলপার মো. রনি মিয়া (১৯)।

সোমবার সকালে জনপদের মোড় সংলগ্ন মা-জননী হোটেলের সামনে থেকে তাদের আটক করা হয়।

এর আগে গত শুক্রবার রাজধানীর রুপনগরের ইস্টার্ন হাউজিং বেড়িবাধ সংলগ্ন বাইতুল নূর মসজিদের সামনে থেকে ২ হাজার ৪০১ পিস ইয়াবাসহ শ্যামলী পরিবহনের চালক ও হেলপারকে আটক করে র‌্যাব-২।

র‌্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল মো. এমরানুল হাসান বলেন, ‘চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে’ স্লোগানকে মূলমন্ত্র হিসেবে ধারন করে র‌্যাব মাদক বিরোধী অভিযান চালাচ্ছে। র‌্যাবের গোয়েন্দা নজরদারী ও ক্রমাগত অভিযানের কারণে কোনঠাসা কতিপয় মাদক ব্যবসায়ী নিত্যনতুন কৌশলে অভিনব পন্থায় মাদক ব্যবসার চেষ্টা করছে।

তিনি বলেন, অভিযানের ধারাবাহিকতায় গোপন সংবাদে জানা যায়, কতিপয় মাদক ব্যবসায়ী কক্সবাজার থেকে শ্যামলী পরিবহনের একটি বাসে (ঢাকা মেট্রো-ব-১৪-৪৮০৭) বড় একটি চালান নিয়ে রাজধানীতে প্রবেশ করছে। ওই সংবাদের ভিত্তিতে সোমবার সকাল ১০টার দিকে সায়েদাবাদ জনপদের মোড় সংলগ্ল ‘মা-জননী হোটেলের’ সামনে শ্যামলী পরিবহনের ওই বাসকে থামিয়ে তল্লাশী করে চালকের আসনের ডান পাশ থেকে ৭ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। ইয়াবাগুলো একটি পার্সেলের মধ্যে ছিল। এ ঘটনায় জড়িত বাস চালক ও হেলপারকে আটক করা হয়েছে।

আটককৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, কক্সবাজারের স্থানীয় বাসিন্দা মামুন (৩২) নামের একজন মাদক ব্যবসায়ী ৩ হাজার টাকার বিনিময়ে একটি পার্সেল সায়েদাবাদ বাসস্ট্যান্ডে পৌছে দিতে বলে। তার কথা মতো পার্সেলটি গাড়ীর চালকের আসনের ডান পাশে রাখা হয়। এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এদিকে র‌্যাব-৪ থেকে জানানো হয়, সোমবার বেলা সাড়ে ১২টার দিকে সাভারের পশ্চিম রাজাশন এলাকায় অভিযান চালিয়ে মো. শামীম হোসেন (২৮) নামের একজন মাদক ব্যবসায়ীকে ২২০ পিস ইয়াবাসহ আটক করা হয়। পরে তার দেয়া তথ্যে একই এলাকার দেওগাঁও থেকে মো. রতন (৩৫) নামের অপর মাদক ব্যবসায়ীকে ৩৩৫ পিস ইয়াবাসহ আটক করা হয়। তারা সাভার এলাকায় শীর্ষ মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত বলে জানিয়েছে র‌্যাব।

  • সর্বশেষ
  • জনপ্রিয়