শিরোনাম
◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ ◈ নিরস্ত্র ফিলিস্তিনিরা সাদা পতাকা উড়াচ্ছিল, তাদের বূলডোজার দিয়ে মাটি চাপা দিল ইসরায়েলী সেনারা ◈ যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত

প্রকাশিত : ২৬ জুন, ২০১৮, ০২:৫৩ রাত
আপডেট : ২৬ জুন, ২০১৮, ০২:৫৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বোনকে হত্যার দায়ে ভাই গ্রেফতার

সুশান্ত সাহা : বোনকে গলা টিপে হত্যার অভিযোগে বড় ভাই আশরাফুলকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। গত রোববার ঢাকার আশুলিয়ায় থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে আদালতে হাজির করলে অপরাধের কথা স্বীকার করেছেন তিনি।

পিবিআই সূত্রে জানা যায়, গত ১১ জুন সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জের পাঙ্গাশী ব্রীজের উত্তর পাশে ইছামতি নদীর ধারে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহত আমিনা খাতুনের (২৪) পিতা বাদী হয়ে রায়গঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে গত ১৯ জুন পিবিআই সিরাজগঞ্জ জেলা মামলাটির তদন্তভার পায়।

জানা যায়, প্রায় আট বছর পূর্বে নিহত আমিনা খাতুনের সাথে একই গ্রামের করম আলী শেখের ছেলে শাহিনের (২৫) বিয়ে হয়। তাদের সংসারে কেন সন্তান হয় নাই। অনুমান তিন মাস পূর্বে আমিনা তার ননদের স্বামী শাহিনের (৩৫) সাথে পালিয়ে যায়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আশরাফুল ঢাকার আশুলিয়ার নরসিংহপুর এলাকায় স্ত্রীকে নিয়ে বাসা ভাড়া থেকেন ও রাজমিস্ত্রি কাজ করতেন। আশরাফুলের ছোট বোন স্বামীর সংসার ছেড়ে তার ননদের স্বামীর সাথে পালিয়ে ইপিজেড এলাকায় গার্মেন্টেসে চাকুরী নেয়। আশরাফুল তার ছোট বোনকে ফিরিয়ে আনার জন্য বুঝাতে থাকে। অনেক বুঝানোর পরেও আমিনা ফিরে আসতে রাজী না হলে সে তার ছোট বোনের প্রতি বিক্ষুব্ধ হয়।

এক পর্যায়ে সে আমিনার সাথে দেখা করে তাকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে আশুলিয়া থেকে নিজ বাড়ীতে নেওয়ার কথা বলে রাতের বেলা ইছামতি নদীর ধারে আসে। এরপর আমিনার গলাটিপে হত্যা করে লাশ ফেলে রেখে তার মোবাইল নিয়ে আবার ঢাকায় চলে যায় আশরাফুল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়