শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী 

প্রকাশিত : ২৬ জুন, ২০১৮, ০২:৪২ রাত
আপডেট : ২৬ জুন, ২০১৮, ০২:৪২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গাজীপুর সিটি নির্বাচন নিয়ে শঙ্কা আর প্রত্যাশায় বিএনপি

শিমুল মাহমুদ : গাজীপুর সিটি নির্বাচন যদি প্রকৃত ভোটের নির্বাচন হয় এবং ভোটারা যদি স্বাধীন শান্তিপূর্ন ভাবে ভোট দিতে পারে। তবে  বিএনপির প্রার্থী হাসান উদ্দিন সরকার বিজয়ী হবে বলে আশাবাদী বিএনপি। দলটির নির্বাচন সম্বনয়ক স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন আমাদের সময় ডটকমকে বলেন, নির্বাচনী প্রচার, সমর্থন, সব কিছু মিলিয়ে যদি ভোটারা স্বাধীন শান্তিপূর্ন ভাবে নিজ হাতে ভোট দিতে পারে, তবে আমরা আশাবাদী আমাদের প্রার্থী বিরাট ব্যবধানে জয় লাভ করবে।
তিনি বলেন, আমরা শুনেছি আজকে রাতে সকল প্রস্তুতি নেওয়া হয়েছে। সকল কেন্দ্রে রাতেই বাক্স ভরে রাখা হবে। যদি সরকার চাই লুট করে, সেটাও মানুষ দেখবে, আর যদি প্রকৃত ভোটে নির্বাচন হয় আমাদের প্রার্থী অনেক ভোটের ব্যবধানে পাশ করবে।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এজেন্টরা কেন্দ্রে থাকতে পারবে কি না  আমরা সেই আশঙ্কা আছি, তাছাড়া ক্ষমতাসীনদের সুবিধা দিতে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ভোটের আগের রাতেই ব্যালট পেপার দেয়া হতে পারে। যদি গাজীপুর সিটি নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ হয় বিএনপির মনোনীত প্রার্থী বিজয়ী হবে। এটা শতকরা ১০০ ভাগ নিশ্চিত। আমরা আশাবাদী লক্ষাধিক ভোটে জয়লাভ করবো।
এদিকে অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে কেউ আইন অমান্য করলে তাকে ছাড় দেয়া হবে না, সিইসির দেয়া এমন বক্তব্যকে আমলেই নিচ্ছে না ক্ষমতাসীন আওয়ামী লীগ। যদিও বিএনপিসহ দেশের অধিকাংশ দলই বর্তমান সিইসিকে সরকার দলীয় হিসেবেই মনে করে।
  • সর্বশেষ
  • জনপ্রিয়