শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ২৬ জুন, ২০১৮, ০২:৪২ রাত
আপডেট : ২৬ জুন, ২০১৮, ০২:৪২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শিক্ষার মান উন্নয়নে সবাইকে কাজ করতে হবে : শিক্ষামন্ত্রী 

আহমেদ ইসমাম: শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, শিক্ষার মান উন্নয়নে সবাইকে একযোগে কাজ করতে হবে। এজন্য শিক্ষকরা হচ্ছেন মূল শক্তি। তাদেরকে নিবেদিতপ্রাণ হয়ে কাজ করতে হবে। শিক্ষার মান উন্নয়নে সরকার বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করেছে। শিক্ষকদের দেশে বিদেশে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
সোমবার রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনিস্টিটিউট মিলনায়তনে জাতীয় শিক্ষা সপ্তাহ এ জাতীয় পর্যায়ে পুরষ্কার বিতরণে প্রধান অতিথির বক্তিতায় মন্ত্রী এ কথা বলেন।
মন্ত্রী বলেন, বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া হয়। এটি সারা পৃথিবীতে একটি অতুলনীয় উদাহরণ। এর ফলে দরিদ্র পরিবার ছেলেমেয়েরা পড়ালেখায় উৎসাহিত হচ্ছে। শতকরা ৪০ ভাগ শিক্ষার্থী বৃত্তি দেওয়া হচ্ছে।
নাহিদ বলেন, জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক  ও অধ্যক্ষদের নির্বাচনের মাধ্যমে ভাল কাজ কাজের উৎসাহ প্রদান ও পুরুষ্কার প্রদান করা হচ্ছে। এ ছাড়া নেতৃত্ব বিকাশের জন্য শ্রেষ্ঠ রোভার, বিএনসিসি ,রেঞ্জারদের পুরুষ্কার প্রদান করা হয়েছে। স্কুল পর্যায়ে বিতর্ক, রচনা প্রতিযোগিতা, উপস্থিত বক্তৃতা, হামদ, সঙ্গীত ও নৃত্য প্রতিযোগিতা শিক্ষার্থীদের সৃজনশীল মেধা বিকাশে এ সকল প্রতিযোগিতা ভাল ভূমিকা রাখছে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব সোহরাব হোসেইন সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী ও সচিব আলমগীর। এর আগে তিনি বিজয়ীদের  হাতে পুরুষ্কার তুলে দেন শিক্ষামন্ত্রী।
  • সর্বশেষ
  • জনপ্রিয়