শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ প্রাথমিকের তৃতীয় ধাপের পরীক্ষা শুরু, মানতে হবে কিছু নির্দেশনা ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা

প্রকাশিত : ২৬ জুন, ২০১৮, ০২:৩২ রাত
আপডেট : ২৬ জুন, ২০১৮, ০২:৩২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৫২ দিনে ৮০ কোটি টাকার মাদক উদ্ধার করেছে র‌্যাব

সুজন কৈরী : দেশব্যাপী মাদকবিরোধী অভিযান চালিয়ে পহেলা রমজান (১৭ মে) থেকে গত ২০ জুন পর্যন্ত ৩৫ দিনে ২১ হাজার ৮৮৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময়ের মধ্যে মামলা হয়েছে ১৫ হাজার ৯৪৭টি। এদিকে গত ৪ মে থেকে ২৪ জুন পর্যন্ত ৫২ দিনে মোট ৮০ কোটি টাকার বিভিন্ প্রকার মাদকদ্রব্য উদ্ধার করেছে র‌্যাব।

সোমবার পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া এন্ড পিআর) সহেলী ফেরদৌস বলেন, রমজান মাসের শুরু থেকে মাদকের বিরুদ্ধে বিশেষ সাড়াশি অভিযান চালানো হচ্ছে। এরই প্রেক্ষিতে গত ১৭ মে (পহেলা রমজান) থেকে গত ২০ জুন পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২১ হাজার ৮৮৩ জন মাদক সেবী ও ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় দেশের বিভিন্ন থানায় মাদক আইনে ১৫ হাজার ৯৪৭ টি পৃথক মামলা দায়ের করা হয়েছে।

তিনি বলেন, এই ৩৫ দিনে ২৪ লাখ ৫৫ হাজার ৫৩৮ পিস ইয়াবা ট্রাবলেট, ৪ হাজার ২২৩ কেজি ৫৬৯ গাঁজা, ২ লাখ ৯৬ হাজার ৫৩৭ লিটার দেশি মদ, ৫৪ কেজি ১০৯ গ্রাম হেরোইন, ৪০ হাজার ৭৬১ বোতল ফেন্সিডিল ও ২ হাজার ২৯৪ ক্যান বিয়ার উদ্ধার করা হয়েছে। এছাড়া অভিযানকালে বেশ কয়েকটি আগ্নেয়াস্ত্র, প্রাইভেটকার, মোটরসাইকেল, মাইক্রোবাস ও ট্রাকও জব্দ করা হয়েছে।

এদিকে র‌্যাব জানায়, গত ৩ মে র‍্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাদকের বিরুদ্ধে র‍্যাবকে সক্রিয় হওয়ার নির্দেশ দেন। এরপর গত ৪ মে থেকে ২৪ জুন পর্যন্ত রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ১ হাজার ৪০৯টি অভিযান চালিয়ে ১ হাজার ৯০৩জন মাদক ব্যবসায়ী ও সেবীকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৪ কেজি ৬৩৯ গ্রাম হেরোইন, ৯ লাখ ৯৩ হাজার ২৫৪ পিস ইয়াবা, ৮ হাজার ৯৪৮ বোতল ফেন্সিডিল, ৬৭৬ কেজি ৫৪৬ গ্রাম গাঁজা, ৩ হাজার ১৬৮ বোতল বিদেশি মদ ও ৪ লাখ ১২ হাজার ৯৬৮ লিটার দেশি মদ উদ্ধার করা হয়েছে। এসব মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৮০ কোটি টাকা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়