শিরোনাম
◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান

প্রকাশিত : ২৬ জুন, ২০১৮, ০২:০৮ রাত
আপডেট : ২৬ জুন, ২০১৮, ০২:০৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বগুড়ায় সাংবাদিক অপহরন ৭ ঘন্টা পর গবিন্ধগঞ্জ থেকে মুক্তি

আরএইচ রফিক, বগুড়া: বগুড়ায় এবার দিনে দুপুরে অস্ত্রের মুখে অপহরন করা হয়েছে এক সাংবাদিককে । ঘটনার প্রায় ৭ঘন্টা পর নিজ চেস্টায় মুক্তি পেয়েছেন বাংলা নিউজ ২৪ ডট কমের নিউজ পার্সন সাংবাদিক বেলাল হোসেন। সোমবার দুপুর সাড়ে বারোটার দিকে শহর থেকে একদল মুখোশধারী সন্ত্রাসীরা তাকে অস্ত্রের মুখে তুলে নিয়ে যায়।

জানা গেছে ঘটনার পর পরই সাংবাদিক বেলাল কৌশলে তার মামাকে ফোন করে অপহরণের বিষয়টি জানানোর পরেই ফোন বন্ধ হয়ে যায়। পরে তার স্বজনরা পুলিশকে ঘটনাটি জানায় । ঘটনাকে গুরুত্ব দিয়ে পুলিশ বিভিন্ন মারফত বিভিন্ন জায়গায় খোঁজাখুজি শুরু করে। পরে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পুলিশী তৎপরতা আন্দাজ করতে পেরে গাইবান্ধার গোবিন্দগঞ্জ এলাকার একটি নির্জন জায়গায় তাকে হাত পা বাধা অবস্থায় ফেলে পালিয়ে যায় অপহরণকারীরা।

সাংবাদিক বেলাল হোসেন এর মামা বাংলাদেশ ডেভোলপমেন্ট ব্যংকের কর্মকর্তা নজরুল ইসলাম জানায়, দুপুর সাড়ে বারোটার দিকে বগুড়া শহরের কালিতলায় বাংলাদেশ ডেভোলপমেন্ট ব্যংকের শাখায় গিয়ে বেলাল ফোন করে জানায়, মামা আপনার ব্যাংকে এসেছি। পরে ব্যাংক ম্যানেজারকে তিনি তার ভাগ্নে বেলালকে পরিচয় করে দেয়।

একটু পরে ফোন দিয়ে বলে মামা ব্যাংকের বাহিরে আসার পরে আমাকে ৫ থেকে ৬ জন লোক অস্ত্রের মুখে কালো কাপড় দিয়ে মুখ ঢেকে নিয়ে মাইক্রোতে করে তুলে নিয়ে যায়। তারা ৩০ লাখ টাকা মুক্তিপন দাবী করেছিল। টাকা না দিলে হত্যা করার হুমকি দেয়।

সাংবাদিক বেলাল জানান, বগুড়া শহরের কালিতলা বাংলাদেশ ডেভোলপমেন্ট ব্যংকের শাখা থেকে বের হওয়ার পরই তাকে অস্ত্রের মুখে অপহরণ করা হয়। পরে তার কাছে মুক্তিপন দাবী করা হয় ৩০লাখ টাকা । টাকা দেয়া না হলে তাকে মেরে ফেলা হবে বলে হুমকী দেয় তারা । এসময় তার পকেটে থাকা প্রাইম ব্যাংকের একটি সাদা চেকে ৩০ লাখ টাকার স্বাক্ষর নিয়ে সাড়ে ৬টায় গোবিন্দগঞ্জের চৌ রাস্তা মোড়ে তাকে ছেড়ে দেয় অপহরনকারীরা । অপহরনের পর থেকে বেলালের মোবাইল ফোন বন্ধ থাকে।

এদিকে, সাংবাদিক বেলালকে পাওয়া যাচ্ছে না মর্মে বগুড়া সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেছে তার খালাতো ভাই এনামুল হক তারেক। বিকালে ডায়েরি করার পর সন্ধ্যা সাড়ে ৬টায় বেলাল এর খোঁজ পাওয়া যায়। বেলাল বগুড়ার শেরপুর উপজেলার হামছাপুরে পরিবার নিয়ে বসবাস করেন। তিনি অনলাইন নিউজ পোর্টাল বাংলা নিউজের বগুড়ার স্টাফ রিপোর্টারের দায়িত্বে আছেন।

এদিকে বগুড়ায় দিনে দুপুরে অস্ত্রের মুখে একজন সাংবাদিককে অপহরন এর ঘটনায় সাংবাদিক মহলে তীব্র অসন্তোষ ছড়িয়ে পড়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়