শিরোনাম
◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী 

প্রকাশিত : ২৬ জুন, ২০১৮, ০২:১২ রাত
আপডেট : ২৬ জুন, ২০১৮, ০২:১২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১৫ দিনের মধ্যে এমপিওভুক্তির আবেদন নেওয়া শুরু হবে

তরিকুল ইসলাম সুমন : আগামী ১৫ দিনের মধ্যে নতুন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (স্কুল, কলেজ ও মাদ্রসা) এমপিওভুক্তির জন্য অনলাইন আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে। অনলাইন আবেদনের সফটওয়ার ডেভেলপমেন্ট শেষ হলে শিক্ষকদের এমপিওভুক্তির আবেদন জানাতে বলা হবে। সোমবার (২৫ জুন) রাজধানীর নীলক্ষেতে বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস)-কার্যালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের গঠন করা দুই কমিটির প্রথম যৌথসভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (বেসরকারি মাধ্যমিক) ও ‘এমপিওভুক্তির জন্য বাছাই’ কমিটি ‘ আহ্বায়ক জাবেদ আহমেদের সভাপতিত্বে এ সভা অনুষ্টিত হয়।

জাবেদ আহমেদ বলেন, প্রথম যৌথসভায় দুই কমিটি কিভাবে কাজ করবে তার কর্মপরিকল্পনা করা হয়েছে। সভায় পিপিআর অনুসরণ করে একটি আধুনিক সফটওয়ার তৈরি ও এর আর্থিক সংশ্লেষের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। সফটওয়ার ডেভেলপমেন্টের জন্য ব্যানবেইসকে দায়িত্ব দেওয়া হয়েছে। সফটওয়ার ডেভেলপ হলে আমরা ট্রায়ল রান করবো। তারপর আমরা অনলাইন অ্যাপ্লিকেশন নেওয়া শুরু করবো।

অনলাইন আবেদন ফরমে কী থাকবে সফটয়ার তৈরির জন্য ঠিকারর নিয়োগ করার সিদ্ধান্তসহ গাইলাইন তৈরি করা হয়েছে। আগামী ১৫ দিনের মধ্যে অনলাইন আবেদনের পুরো প্রক্রিয়া সম্পন্ন হবে।

এমপিওভুক্তির জন্য বাছাই’ কমিটি ‘ সদস্য ও শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের যুগ্মসচিব (সেরকারি মাধ্যমিক) সালমা জাহান বলেন, যৌথসভার সিদ্ধান্ত ও কর্মপরিকল্পনা অনুযায়ী কমিটি পরবর্তী পদক্ষেপ নেবে।

এমপিওভুক্তির জন্য বাছাই’ কমিটি ‘র সদস্য যুগ্মসচিব সালমা জাহান আরো বলেন, কিভাবে আবেদন বাছাই সহজ হবে, আগের অনলাইন অবেদন ফরম এর সুবিধা অসুবিধা যাচাই করা হবে। তারপর নতুন আবেদন ফরম তৈরি করা হবে। সফটওয়ার ডেভেলপমেন্টের জন্য ঠিকাদার নিয়োগ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মন্ত্রণালয়ের সশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শিক্ষা মন্ত্রণালয়ের গঠিত কমিটি দুটির মধ্যে ‘অনলাইন অ্যাপলিকেশন গ্রহণ ও ব্যবস্থাপনা’ কমিটি আবেদন গ্রহণ করে তা প্রাথমিক যাচাই-যাচাইয়ের করবে। শর্ত পূরণ করা প্রতিষ্ঠানের আবেদন বাছাই করে ক্যাটাগরি অনুযায়ী তালিকাও প্রস্তুত করবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়