শিরোনাম
◈ বাংলাদেশ ব্রাজিল থেকে ইথানল নিতে পারে, যা তেলের চেয়ে অনেক সস্তা: রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র সরে এলে বিশ্বরাজনীতিতে নেতৃত্ব দেবে কে: বাইডেন ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ বাড়ছে না শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি ◈ আরও তিন মামলায় জামিন পেলেন মামুনুল হক ◈ সাজেকে ট্রাক খাদে পড়ে নিহতের সংখ্যা বেড়ে ৯ ◈ তাপপ্রবাহে উচ্চ স্বাস্থ্য ঝুঁকিতে শিশুরা,  বাড়তি সতর্কতার পরামর্শ ইউনিসেফের ◈ মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থিতা প্রত্যাহার না করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের 

প্রকাশিত : ২৬ জুন, ২০১৮, ০১:০৩ রাত
আপডেট : ২৬ জুন, ২০১৮, ০১:০৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাণিজ্যযুদ্ধ বিশ্বমন্দা ডেকে আনবে বলে হুঁশিয়ারি চীন ও ইউরোপের

নূর মাজিদ : যুক্তরাষ্ট্রের বাণিজ্য সংরক্ষণবাদি আচরণের তীব্র বিরোধিতা করেছে চীন ও ইউরোপিয় ইউনিয়ন। তারা জানিয়েছে, যুক্তরাষ্ট্রের এমন নীতি পুরো বিশ্বের অর্থনীতি ও বাণিজ্য ব্যবস্থায় আরেকটি মন্দার সৃষ্টি করতে পারে। ফলে, সংশ্লিষ্ট সকল দেশই এতে মারাত্মক ক্ষতিগ্রস্ত হবে।

সোমবার চীনের প্রেসিডেন্ট শি জিংপিং এর প্রধান অর্থনৈতিক উপদেষ্টা এবং দেশটির উপ-প্রধানমন্ত্রী লিউ হে বেইজিংয়ে ইউরোপিয় কমিশনের ভাইস প্রেসিডেন্ট জির্কি কাতাইনেন এর সঙ্গে এক বৈঠকে মিলিত হন। বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে তিনি জানান, যুক্তরাষ্ট্রের বাণিজ্য সংরক্ষণবাদি আচরণ যৌথভাবে মোকাবেলা করতে ইইউ এবং চীন সম্মত হয়েছে। তিনি বলেন, ‘আমরা উভয়পক্ষই মনে করি বাণিজ্য নিয়ে যুক্তরাষ্ট্রের একনায়কতান্ত্রিক আচরণ বিশ্ব বাণিজ্যে আবারো অস্থিতিশীলতা এবং মন্দার জন্ম দিতে পারে, তাই আমরা যৌথভাবে ট্রাম্পের বাণিজ্য শুল্কনীতির বিরুদ্ধে ব্যবস্থা নিতে সম্মত হয়েছি।’

এছাড়াও এই বৈঠকে চীনের ‘বেল্ট এন্ড রোড’ বাণিজ্য মহা-পরিকল্পনার প্রতি ইইউ তার দৃঢ় সমর্থন দেবার প্রতিশ্রুতি দিয়েছে বলেও লিউ হে জানিয়েছেন।

অর্থনৈতিক বিশ্লেষকরা ইতোপূর্বে ভবিষ্যৎবাণী করেছিলেন, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের শুল্কনীতি মোকাবেলায় ইইউ এবং চীন গাঁটছড়া বাঁধতেই পারে। বিশেষ করে প্রেসিডেন্ট ট্রাম্পের শুল্কনীতি ইউরোপ ও চীনকে গভীরভাবে উদ্বিগ্ন করে তুলেছে।

বিগত কয়েকমাস ধরে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে অব্যাহত বাণিজ্যযুদ্ধের হুমকি-ধামকির ধারাবাহিকতায় ট্রাম্প চীন এবং ইইউ উভয়ের উপরই বাণিজ্য শুল্কের মাত্রা বাড়িয়েছেন। এর প্রেক্ষিতে ইইউ শুক্রবার ৩.৩ বিলিয়ন ডলারের মার্কিন পণ্যের ওপর বাড়তি মূল্য শুল্ক আরোপের ঘোষণা দেয়। ব্লুমবার্গ

  • সর্বশেষ
  • জনপ্রিয়