শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

প্রকাশিত : ২৬ জুন, ২০১৮, ০১:০১ রাত
আপডেট : ২৬ জুন, ২০১৮, ০১:০১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এরদোগানের বিজয়ে তুর্কি মুদ্রার উত্থান

নূর মাজিদ: তুরস্কের রাষ্ট্রপতি নির্বাচনে সোমবার এরদোগানের বিজয় নিশ্চিত হবার পর থেকেই শক্তিশালী অবস্থানে চলে এসেছে তুর্কি মুদ্রা লিরা।তুর্কি নির্বাচনের ফলাফল নিশ্চিত হবার পরই এশিয়ার মুদ্রা বাজারে মুদ্রা বাজারে মুদ্রাটির উল্লেখযোগ্য উত্থান ঘটে। এছাড়াও লন্ডনের মুদ্রা বাজারে তুর্কি লিরা টিএল৪.৫৬ র‌্যাংকিংয়ে ২.২ শতাংশ বৃদ্ধি পায়। ফলে, মার্কিন ডলারের বিপরীতে ২০ শতাংশের বেশী দুর্বল অবস্থানে চলে যাওয়া লিরা আবার তার শক্তিশালী অবস্থান জানান দিলো। সাম্প্রতিক দুই সপ্তাহের মধ্যে এটাই তুর্কি লিরার সবচাইতে শক্তিশালী উত্থান।

সোমবার তুরস্কের বোর্সা ইস্তাম্বুল ১০০ সূচক বাজার শুরুর পরপরই লিরা ৩.৬ শতাংশ প্রবৃদ্ধি নিয়ে লিরার লেনদেন শুরু হয়। এছাড়াও তুর্কির বন্ড বাজারও শক্তিশালী অবস্থানে চলে আসে। এদিন তুর্কি বন্ড বাজারমূল্য ৬.৯৯২ শতাংশ বৃদ্ধি পায়। বন্ডের এই মূল্যবৃদ্ধি দেশটিতে যে সম্পদমূল্য বৃদ্ধি পাচ্ছে তার পরিষ্কার সূচক।

এর আগে নির্বাচনে তুর্কি প্রেসিডেন্ট নির্বাচনে এরদোগানের বিজয়ের খবর নিশ্চিত করা হয়। তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদলু এজেন্সি জানায়, নির্বাচনে ৯৯ শতাংশ ভোট গননা শেষে এরদোগানের জোট ৫২.৫ শতাংশ ভোট পেয়ে এগিয়ে রয়েছে। ফলে পুনরায় প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনে এরদোগানের সামনে আর কোন প্রতিবন্ধকতা নেই।

এদিকে অর্থনৈতিক বিশ্লেষকদের দাবী, মূলত তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচনকে ঘিরে সৃষ্ট রাজনৈতিক অস্থিরতার আশঙ্কায় দেশটির অর্থনীতিতে সাময়িক নেতিবাচক প্রবণতা কাজ করছিলো। নির্বাচনে এরদোগানের বিজয়ের খবরে তা অনেকটাই দূর হয়েছে।

অর্থনৈতিক বিশ্লেষক পিটার মাতিস জানান, “তুর্কি মুদ্রার শক্তিশালী অবস্থান সাধারণ নির্বাচন এবং রাষ্ট্রপতি নির্বাচনের ফলকে ঘিরে রাজনৈতিক অস্তিরতার আশঙ্কা কেটে যাওয়ার দিকেই নির্দেশ করে। বিনিয়োগকারীরা রাজনৈতিক অস্থিরতার আশঙ্কায় তুরস্কে তুলনামূলক কম ঝুঁকির খাতগুলিতে বিনিয়োগ করছিলেন।”

এসময় তিনি আরো বলেন, ‘এখন তুরস্কের অর্থনীতির জন্য দরকার অব্যাহত বাজার চাহিদা এবং উৎপাদনের সমন্বয়।’ ফিনান্সিয়াল টাইমস

  • সর্বশেষ
  • জনপ্রিয়