শিরোনাম
◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ২৬ জুন, ২০১৮, ১২:০০ দুপুর
আপডেট : ২৬ জুন, ২০১৮, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেরপুরে ৬ জেএমবি সদস্য কে কারাদণ্ড

তপু সরকার হারুন, শেরপুর: শেরপুরে সন্ত্রাস দমন আইনের এক চাঞ্চল্যকর মামলায় ৬ জেএমবি সদস্যকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে আদালত। ২৫ জুন সোমবার দুপুরে শেরপুরের স্পেশাল ট্রাইব্যুনালের বিচারক (সিনিয়র জেলা ও দায়রা জজ) এম.এ নূর জনাকীর্ণ আদালতে ওই রায় ঘোষণা করেন।

দণ্ডিতদের মধ্যে শহরের ঢাকলহাটী মহল্লার নাজমুস শাহাদাত রানা (২৮) ও পূর্বশেরীর মনিরুজ্জামান মানিক ওরফে কাওসার (২৮) কে ২০০৮ সালের সন্ত্রাসবিরোধী অধ্যাদেশের ৮ ধারায় ৭ বছর ও ৯ ধারায় উভয়কে ৬ বছরসহ ১৩ বছর করে সশ্রম কারাদণ্ডসহ অর্থদণ্ড দেওয়া হয়।

এছাড়া মামলার অপর ৪ আসামী শহরের নওহাটা মহল্লার মারুফ হোসেন রনি (৩১), বাগরাকসা মহল্লার আমির হামজা খলিল (৩২), নালিতাবাড়ীর নাকশী গ্রামের তানভীর (৩২) ও জামালপুরের রানাগঞ্জ গ্রামের সোয়েব (৩৩) কে ওই আইনের ৯ ধারায় ৫ বছর এবং ১২ ধারায় ৬ মাসসহ সাড়ে ৫ বছর করে সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়। নাজমুস শাহাদাত রানাসহ ৫ আসামীর উপস্থিতিতে ওই রায় ঘোষিত হলেও অপর আসামী আমির হামজা খলিল পলাতক রয়েছে। রায় ঘোষণার সময় আসামীরা আদালতের কাঠগড়ায় একেবারেই ভাবলেশহীন ছিলেন।

এদিকে চাঞ্চল্যকর ওই মামলার রায়কে ঘিরে সকাল থেকেই আদালত অঙ্গনে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। আসামীদের বিশেষ নিরাপত্তায় জেলা কারাগার থেকে আদালতে আনাসহ সাজার পর একইভাবে পাঠানো হয় কারাগারে।

আদালতের ভারপ্রাপ্ত পিপি এডভোকেট অরুণ কুমার সিংহ রায় ওই রায়ের তথ্য নিশ্চিত করে বলেন, ২০১০ সালের ২২ জানুয়ারি নিষিদ্ধ সংগঠন জেএমবির প্রশিক্ষণপ্রাপ্ত সদস্য শেরপুর শহরের ঢাকলহাটী মহল্লার রাজা মিয়ার ছেলে নাজমুস শাহাদাত রানার বাসায় অভিযান চালিয়ে রানা ও তার সহযোগী মনিরুজ্জামান মানিক ওরফে কাওসারকে আটক করে পুলিশ।

ওইসময় ওই বাসায় তল্লাসী চালিয়ে ১৭টি জিহাদি দাওয়াতপত্র ও বেশ কিছু সিডি-ক্যাসেটসহ নিষিদ্ধ সংগঠনের আলামত উদ্ধার করা হয়। ওই ঘটনায় শেরপুর সদর থানার তৎকালীন এএসআই সজীব খান বাদী হয়ে নাজমুস শাহাদাত রানা ও কাওসারসহ ৭ জনকে স্বনামে এবং অজ্ঞাতনামা আরও ৫০/৬০ জনকে আসামী করে ২০০৮ সালের সন্ত্রাসবিরোধী অধ্যাদেশের ৮/৯ ধারায় সদর থানায় একটি মামলা দায়ের করেন।

একই থানার তৎকালীন এসআই নজরুল ইসলাম একই বছরের ১৪ মার্চ এজাহারনামীয় ৭ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। পরবর্তীতে আসামীরা বিভিন্ন পর্যায়ে আদালত থেকে জামিনে বেরিয়ে যায় এবং এক পর্যায়ে আবুল কালাম আজাদ নামে এক আসামী মৃত্যুবরণ করে।

চলতি বছরের ২৩ মে ওই মামলায় ৬ আসামীর বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। ১৮ জুন রাষ্ট্র ও আসামী পক্ষের যুক্তিতর্ক শেষে উপস্থিত ৫ আসামীর জামিন বাতিল এবং অপর আসামীর বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানার আদেশ দেওয়া হয়। মামলায় বাদী, তদন্ত কর্মকর্তাসহ ১৫ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয়।

এদিকে ওই রায়ে রাষ্ট্রপক্ষের ভারপ্রাপ্ত পিপি এডভোকেট অরুণ কুমার সিংহ রায় সন্তোষ প্রকাশ করলেও আসামীপক্ষের আইনজীবী এডভোকেট আব্দুল মজিদ বাদল ও এডভোকেট এমকে মুরাদুজ্জামান তাতে অসন্তোষ প্রকাশ করে খুব দ্রুতই উচ্চ আদালতে আপীল দায়ের করবেন বলে দাবি করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়