শিরোনাম
◈ সন্ত্রাসী অপরাধে গ্রেপ্তারদেরও নিজেদের কর্মী দাবী করছে বিএনপি: পররাষ্ট্রমন্ত্রী ◈ গাজীপুরে হিটস্ট্রোকে একজনের মৃত্যু  ◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল

প্রকাশিত : ২৫ জুন, ২০১৮, ১০:৪২ দুপুর
আপডেট : ২৫ জুন, ২০১৮, ১০:৪২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দক্ষিণাঞ্চলের ১৫ রুটের বাস ধর্মঘট প্রত্যাহার

খোকন আহম্মেদ হীরা, বরিশাল: টানা চারদিন পর বরিশাল থেকে দক্ষিণাঞ্চলের ১৫ রুটের বাস ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। রবিবার রাতে বিষয়টি নিশ্চিত করে জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান জানান, প্রশাসনের মধ্যস্থতায় বরিশাল ও ঝালকাঠির দুই বাস মালিক গ্রুপই সমাধানে এসেছে।

সভা সূত্রে জানা গেছে, দাবী অনুযায়ী ঝালকাঠি সমিতির সাতটি বাস রূপাতলী থেকে দক্ষিণাঞ্চলের সাতটি রুটে চলাচল করবে। পাশাপাশি বরিশাল থেকে পশ্চিমাঞ্চলীয় রুটে ঝালকাঠি সমিতির আরও পাঁচটি বাস বৃদ্ধির সিদ্ধান্ত দিয়েছে জেলা ও বিভাগীয় প্রশাসন। সেই সিদ্ধান্ত মেনে নিয়ে রবিবার রাত থেকে দক্ষিণাঞ্চলের ১৫টি রুটে বাস ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছে বরিশাল-পটুয়াখালী মিনিবাস মালিক সমিতির নেতৃবৃন্দরা।

বরিশাল নগরীর রূপাতলী বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক কাওছার হোসেন শিপন জানান, প্রশাসনের মধ্যস্থতায় সমঝোতা বৈঠকের পর স্থায়ী সমাধানে বাস ধর্মঘট প্রত্যাহার করে নেয়া হয়েছে।

এছাড়া ঝালকাঠি বাস মালিক সমিতিও রায়াপুরা থেকে তাদের অস্থায়ী বাসস্ট্যান্ডটি সরিয়ে নিয়েছে। ঝালকাঠি বাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. বাহাদুর বলেন, বরিশালের প্রশাসনের মধ্যস্থতায় সমঝোতা বৈঠকের ভিত্তিতে আমরা সমঝোতায় এসেছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়