শিরোনাম
◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ২৫ জুন, ২০১৮, ১০:২৫ দুপুর
আপডেট : ২৫ জুন, ২০১৮, ১০:২৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নিখোঁজের ২দিন পর লঞ্চ শ্রমিকের মরদেহ উদ্ধার

মিজান লিটন, চাঁদপুর: চাঁদপুর মেঘনা নদীতে লঞ্চের পাখায় পেছানো জেলেদের জাল সরাতে গিয়ে নিখোঁজ লঞ্চ শ্রমিক (গ্রীজার) মো. সেলিম মিয়া (৩৫) এর মরদেহ ২দিন পর উদ্ধার করেছে নৌ-পুলিশ। সোমবার (২৫ জুন) সকাল ১০টায় নৌ-থানা পুলিশ চাঁদপুর নতুন বিকল্প লঞ্চঘাট এলাকার নদী থেকে তার মরদেহ উদ্ধার করেন।  নিহত সেলিম মিয়ার পিরোজপুর জেলার মঠবাড়িয়া থানার গিলাবাদ গ্রামের মো. আব্বাস উদ্দিন এর ছেলে। তিনি ২ সন্তানের জনক।

এর আগে শনিবার (২৩ জুন) বিকেল ৪টার দিকে চাঁদপুর লঞ্চঘাটে অবস্থানরত মেসার্স গজারিয়া শিপিং করপোরেশন এর মালিকানাধীন এমভি ইমাম হাসান-২ লঞ্চের পাখার জাল সরাতে গিয়ে সেলিম মিয়া নিখোঁজ হন।

চাঁদপুর নৌ-থানার উপ-পরিদর্শক (এসআই) মো. হাসান সিকদার জানান, সকাল ৯টার দিকে লঞ্চঘাট এলাকার লোকজন সেলিম মিয়ার মরদেহ ভাসতে দেখে নৌ-পুলিশকে জানান। পুলিশ ওই স্থান থেকে জেলে নৌকার সহায়তায় মরদেহটি উদ্ধার করে ঘাটে নিয়ে আসেন। নিহত সেলিম মিয়ার ভগ্নিপতি ও ইমাম হাসান লঞ্চের চালক ছগির মিয়া তার মরদেহ সনাক্ত করেন।

চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়ালি উল্যাহ ওলি জানান, খবর পেয়ে চাঁদপুর মডেল থানা পুলিশ লঞ্চঘাটে গিয়েছে। নিহতের পরিবারের সদস্যদের কোন ধরনের অভিযোগ নেই। তারা নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে ময়না তদন্ত না করার জন্য আবেদন করেছেন। নির্দেশনা পেলে আমরা মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করব এবং থানায় একটি অপমৃত্যু মামলা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়