শিরোনাম
◈ দেশের মানুষকে ডাল-ভাত খাওয়াতে  ব্যর্থ হয়েছিল বিএনপি : প্রধানমন্ত্রী ◈ দক্ষিণ লেবাননে ইসরায়েল ফসফসরাস বোমা হামলা ◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ গাজীপুরের টঙ্গি বাজারে আলুর গুদামে আগুন ◈ রাজনৈতিক বিশ্লেষক মনোয়ারুল হক মারা গেছেন ◈ ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ দুই এক পশলা বৃষ্টি হলেও তাপদাহ আরো তীব্র হতে পারে  ◈ এথেন্স সম্মেলন: দায়িত্বশীল ও টেকসই সমুদ্র ব্যবস্থাপনায় সম্মিলিত প্রয়াসের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর ◈ কেএনএফ চাইলে আবারও আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে: র‌্যাবের ডিজি ◈ ওবায়দুল কাদেরের হৃদয় দুর্বল, তাই বেশি অবান্তর কথা বলেন: রিজভী

প্রকাশিত : ২৫ জুন, ২০১৮, ১০:২০ দুপুর
আপডেট : ২৫ জুন, ২০১৮, ১০:২০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারত যাচ্ছে বাংলাদেশ হকি দল

স্পোর্টস ডেস্ক: এশিয়ান গেমসকে লক্ষ্য করে প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ।আগামী ১৮ আগস্ট থেকে ২ সেপ্টেম্বর ইন্দোনেশিয়াতে অনুষ্ঠিত হবে এশিয়ান গেমস। তাতে অংশ নিচ্ছে বাংলাদেশ হকি দল। টুর্নামেন্টের প্রস্তুতি হিসেবে জিমি-চয়নরা ২৭ জুন দুপুরে ভারতে যাচ্ছে। সেখানে ৬টি প্রস্তুতি ম্যাচ খেলবে জাতীয় হকি দল।

ভারতের বেঙ্গালুরুতে অনুষ্ঠেয় ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ থাকছে স্বাগতিকদের ‘এ’ ও জুনিয়র দল। ২৯ জুলাই খেলতে হবে জুনিয়র দলের বিপক্ষে। ৩০ জুন, ৩, ৫ ও ৬ জুলাই প্রতিপক্ষ থাকবে ‘এ’ দল।

বর্তমানে বাংলাদেশ দলের অনুশীলন হচ্ছে দুই বেলা। তাই মালয়েশিয়ান কোচ গোপিনাথন কৃষ্ণমূর্তি এই সফরকে আশাব্যঞ্জক হিসেবেই দেখছেন। প্রস্তুতিকে ঘিরে তার কথা, ‘ভারতে প্রস্তুতি ম্যাচ খেলে দলটা আরও অভিজ্ঞ হবে।নিজেদের ভুল-ত্রুটি শুধরে নিতে পারবে।’

সহকারী কোচ মওদুদুর রহমান শুভ জানালেন আরও প্রস্তুতি নেওয়ার ইচ্ছা তাদের, ‘আপাতত ৬ টি ম্যাচ খেলার কথা। আরো বেশি ম্যাচ খেলার চেষ্টা চলছে।’

ভারত থেকে এসে জিমিদের চীন ও দক্ষিণ কোরিয়ায় যাওয়ার কথা। ইতোমধ্যে হকি ফেডারেশন ফরহাদ আহমেদ শিটুলকে অধিনায়ক করে ১৮ সদস্যের দল ঘোষণা করেছে। তাতে দুজন করে কোচ ও কর্মকর্তা আছেন।

বাংলাদেশ দল: অসীম গোপ, আবু সাইদ নিপ্পন,মামুনুর রহমান চয়ন, ইমরান হোসেন পিন্টু, খোরশেদুর রহমান, ফরহাদ আহমেদ শিটুল, আশরাফুল ইসলাম, হাসান যুবায়ের নিলয়, সারোয়ার হোসেন, ফজলে হোসেন রাব্বি, রোমান সরকার, নাইম উদ্দিন, মাহবুব হোসেন,রাসেল মাহমুদ,পুষ্কর খীসা, মিলন হোসেন,মইনুল ইসলাম কৌশিক ও দ্বীন ইসলাম ইমন। বাংলাট্রিবিউন

  • সর্বশেষ
  • জনপ্রিয়