শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ২৫ জুন, ২০১৮, ০৮:৪৮ সকাল
আপডেট : ২৫ জুন, ২০১৮, ০৮:৪৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘পুড়ে যায় মন’ ছবি নিয়ে প্রযোজকের আক্ষেপ!

মহিব আল হাসান: ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০১৬’ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ৮ জুলাই। ওই দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে পুরস্কার বিজয়ী শিল্পীরা পুরস্কার গ্রহণ করবেন। রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে পুরস্কার বিতরণের অনুষ্ঠানের আয়োজন করছে যৌথভাবে তথ্য মন্ত্রণালয় এবং বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন সংস্থা (বিএফডিসি)।

জাতীয় চলচ্চিত্র বিভাগে নিয়মিত ২৮টি ক্যাটাগরিতে পুরস্কার দেয়া হয়ে থাকে। তবে ২০১৬ সালের জন্য ২৬টি ক্যাটাগরিতে পুরস্কার দেয়া হচ্ছে। এবার প্রথম বারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাচ্ছেন অভিনেতা আলীরাজ। 'পুড়ে যায় মন' ছবিতে অভিনয় করার জন্য তার ঝুলিতে এই পুরষ্কার যাচ্ছে। ছবিটি প্রযোজনা করেছিলো সনি মুবিজ ইন্টারন্যাশনাল।

সম্প্রতি ঈদে ছুটির পর এই প্রযোজনা প্রতিষ্ঠানের 'মাতাল' ছবিটি শুরু হতে যাচ্ছে। এনিয়ে কথা হয় প্রতিষ্ঠানটির কর্নধার শরীফ চৌধুরির। কথার ফাঁকে প্রযোজনা চলচ্চিত্র 'পুড়ে যায় মন' নিয়ে জানতে চাইলে তিনি বলেন, ' এটা আমার জন্য অনেক বেশী আনন্দের কেননা আমার প্রযোজিত প্রথম চলচ্চিত্র এটি। আর প্রথম চলচ্চিত্র দিয়ে আমাদের সবার প্রিয় আলীরাজ স্যার তার এত বছরের ক্যারিয়ারে প্রথমবারের মতো পুরস্কার নিচ্ছেন।

তিনি আরও বলেন, 'একটু কষ্ট তো আছেই আর তা হলো আলী রাজ স্যার পুরস্কার নিয়ে বেশ অনেক গুলো সাক্ষাতকার দিয়েছেন। সেখানে তিনি তার পরিবার সহ অন্যান্যদের ধন্যবাদ দিয়েছেন যেখানে কোথাও আমারদের এই ছবির নাম নেই। অথচ এই ছবিটির পেছনে অনেকেই পরিশ্রম করেছেন। যাদের টাকা নয় অল্প একটু ভালোবাসাই যথেষ্ট। তবে যাই হউক স্যারের প্রতি ভালোবাসা ও শুভকামনা থাকলো।'

উল্লেখ্য শ্রেষ্ঠ পার্শ্বচরিত্রাভিনেতা হিসেবে পুরস্কার পাচ্ছেন যৌথভাবে আলীরাজ, 'পুড়ে যায় মন' ও ফজলুর রহমান বাবু 'মেয়েটি এখন কোথায় যাবে'।

  • সর্বশেষ
  • জনপ্রিয়