শিরোনাম
◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ ◈ নিরস্ত্র ফিলিস্তিনিরা সাদা পতাকা উড়াচ্ছিল, তাদের বূলডোজার দিয়ে মাটি চাপা দিল ইসরায়েলী সেনারা ◈ যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত

প্রকাশিত : ২৫ জুন, ২০১৮, ০৬:২২ সকাল
আপডেট : ২৫ জুন, ২০১৮, ০৬:২২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শাহজাহান বাচ্চু হত্যাকাণ্ডে জেএমবি সম্পৃক্ত

সজিব খান: মুন্সিগঞ্জের সিরাজদিখানে প্রকাশক ও অনলাইন একটিভিস্ট শাহজাহান নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সম্পৃক্ততা পেয়েছে পুলিশর হত্যাকাণ্ডের সাথে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সম্পৃক্ততা পেয়েছে পুলিশ।  তবে বাচ্চু হত্যাকাণ্ডের ১৩ দিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে সক্ষম হয়নি পুলিশ।

ঢাকার কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের কর্মকর্তারা জানান, সর্বশেষ তথ্য অনুযায়ী সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে ধর্ম নিয়ে লেখালেখির কারণেই শাহজাহান বাচ্চুকে হত্যা করা হয়েছে। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় শাহজাহান বাচ্চু ‘শুদ্ধ চর্চা কেন্দ্র’ নামে একটি প্রতিষ্ঠান পরিচালনা করতেন। সেখান থেকেই জেএমবি সদস্যরা তাকে টার্গেট করে।

মামলার তদন্ত কর্মকর্তা মুন্সীগঞ্জের সিরাজদিখান থানার পরিদর্শক (তদন্ত) হেলাল উদ্দিন বলেন, ‘আমরা ঘটনাটি গুরুত্ব দিয়ে তদন্ত করছি। ধর্মীয় উগ্রপন্থীদের বিষয়টি বিশেষ গুরুত্ব দিয়ে অনুসন্ধান করা হচ্ছে। তদন্তে শতভাগ অগ্রগতি এখনও নেই। তবে কিছু ক্লু নিয়ে আমরা কাজ করছি।’

তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, শাহজাহান বাচ্চু হত্যাকাণ্ডের সঙ্গে যে জঙ্গিরা জড়িত সেটা হত্যাকাণ্ডের ধরন দেখেই ধারণা করা হয়েছিল। প্রথমে আনসার আল ইসলামকে জড়িত থাকার সন্দেহে তদন্ত করা হচ্ছিল। পরে পুলিশ হেড কোয়ার্টার্সের এলআইসি শাখা, ঢাকার কাউন্টার টেররিজম ও বগুড়া জেলা পুলিশের যৌথ দল এই হত্যাকাণ্ডের সঙ্গে পুরাতন জেএমবি জড়িত বলে কিছু তথ্য পায়।

পুরাতন জেএমবির বর্তমান আমির হচ্ছে সালাউদ্দিন সালেহিন। ২০১৪ সালের ২৩ ফেব্রুয়ারি ময়মনসিংহের ত্রিশাল এলাকায় প্রিজন ভ্যান থেকে দুই সহযোগীসহ তাকে ছিনিয়ে নিয়েছিল জঙ্গিরা। গত কয়েক বছরে বেশ কয়েকটি হত্যাকাণ্ডের সঙ্গে তাদের সম্পৃক্ততা পেয়েছে পুলিশ।

কাউন্টার টেররিজম ইউনিটের দায়িত্বশীল কর্মকর্তারা বিভিন্ন সময়ে আলাপচারিতায় বলেছেন, পুরাতন জেএমবির কথিত আমির সালাউদ্দিন সালেহীন ও মিজানুর রহমান ওরফে বোমা মিজান ভারতে আত্মগোপনে থেকে দলকে সংগঠিত করার চেষ্টা করছে। মাঝখানে দীর্ঘ সময় নব্য জেএমবির হামলা ও জঙ্গিবিরোধী অভিযানে আইনশৃঙ্খলা বাহিনী ব্যস্ত থাকায় পুরাতন জেএমবির সদস্যরা আবারও কিছুটা সংগঠিত হয়েছে। তারা অর্থ সংগ্রহের জন্য ডাকাতি ও ছিনতাই করছে। বাচ্চু হত্যাকাণ্ডের মাধ্যমে তারা আবারও নতুন করে নিজেদের অস্তিত্ব জানান দিতে চাইছে।

প্রসঙ্গত, গত ১১ জুন সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে মুন্সীগঞ্জের সিরাজদিখানের পূর্ব কাকালদী গ্রামে দুর্বৃত্তের গুলিতে নিহত হন শাহজাহান বাচ্চু (৬০)। শাহজাহান বাচ্চু একটি প্রকাশনা প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী ছিলেন। এছাড়া তিনি বিভিন্ন ব্লগ ও ফেসবুকে লেখালেখি করতেন। সূত্র: বাংলাট্রিবিউন

  • সর্বশেষ
  • জনপ্রিয়