শিরোনাম
◈ সন্ত্রাসী অপরাধে গ্রেপ্তারদেরও নিজেদের কর্মী দাবী করছে বিএনপি: পররাষ্ট্রমন্ত্রী ◈ গাজীপুরে হিটস্ট্রোকে একজনের মৃত্যু  ◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল

প্রকাশিত : ২৫ জুন, ২০১৮, ০৫:২৩ সকাল
আপডেট : ২৫ জুন, ২০১৮, ০৫:২৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নিউইয়র্কে বইমেলায় তসলিমা নাসরিন

ডেস্ক রিপোর্ট : আলোচিত-সমালোচিত  নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন এবার নিউইয়র্কের বইমেলায় যোগ দিয়েছিলেন। প্রকাশক অঙ্কুর ও চারদিক প্রকাশনীর স্বত্ত্বাধিকারী মেসবাহ আহমেদের আমন্ত্রণে তসলিমা বই মেলায় আসেন।নির্বাসিত কবি ও লেখক  তসলিমাকে এক নজর দেখতে দর্শনার্থীরা ভিড় ছিল চেখে পড়ার মত। দর্শনার্থীরা এ সময় অনেকে তাঁর সঙ্গে কথা বলেন ও ছবি তোলেন।

মিসবাহউদ্দিন আহমেদ বলেন, ‘তসলিমা নাসরিন এসে আমার স্টলে দাঁড়াতে না দাঁড়াতেই মেলার প্রচুর দর্শনার্থী আমার স্টলে ভিড় করেন। তাঁর সঙ্গে কথা বলা ও ছবি তোলার জন্য সবাই মরিয়া হয়ে উঠেছিলেন। আমাদের প্রকাশিত তাঁর দুটি বই “ফরাসি প্রেমিক” ও “শোধ” নিয়ে তিনি দ্রুত মেলা ত্যাগ করেন। তাঁকে নিয়ে মানুষের ভিড়ে মেলা ভন্ডুল হওয়ার আশঙ্কায় তিনি তাড়াতাড়ি চলে যেতে বাধ্য হন।’

জ্যাকসন হাইটসের পিএস ৬৯ স্কুলের বইমেলায় ঢুকতেই তসলিমা নাসরিনের দেখা হয় মানবাধিকারকর্মী সিতাংশু গুহের। তাঁর সঙ্গে কুশলাদি বিনিময় করতে করতে পাঁচ মিনিটের মধ্যে তসলিমা নাসরিনকে ঘিরে মানুষের ভিড় জমে জমে যায়। সিতাংশু গুহ বলেন, তসলিমা এক সপ্তাহ নিউইয়র্কে থাকবেন। তাঁকে অতিথি করে একটি অনুষ্ঠান আয়োজনের জন্য আমি সময়সূচি নিয়েছি।’

উল্লেখ্য, তসলিমা নাসরিন তাঁর বিতর্কিত লেখার জন্য মৌলবাদীদের রোষানলে পড়েন। পরে ১৯৯৪ সালে তাঁকে দেশত্যাগ করতে হয়। এরপর বিশ্বের বিভিন্ন দেশে তিনি বসবাস করেন। বর্তমানে তিনি সুইডেনের নাগরিক। তবে বসবাস করছেন পশ্চিমবঙ্গের কলকাতায়। সূত্র: ডেইলি বাংলাদেশ কম

  • সর্বশেষ
  • জনপ্রিয়