শিরোনাম
◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী 

প্রকাশিত : ২৫ জুন, ২০১৮, ০৪:৫৭ সকাল
আপডেট : ২৫ জুন, ২০১৮, ০৪:৫৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

উত্তেজনার মধ্যেই চীন সফরে যাচ্ছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

আব্দুর রাজ্জাক: চীনের সাথে সাম্প্রতি বাণিজ্যযুদ্ধ ও দক্ষিণ চীন সাগর নিয়ে ওয়াশিংটনের চরম উত্তেজনার মধ্যেই মঙ্গলবার দেশটিতে সফরে যাচ্ছেন মার্কিন প্রতিরক্ষমন্ত্রী জেমস ম্যাটিস। চার দিনের সফরে তিনি বেইজিং এর পর দক্ষিণ কোরিয়া ও জাপানও সফর করবেন বলে মার্কিন সামরিক সদর দপ্তর পেন্টাগন জানিয়েছে। তিনি উত্তর কোরিয়ার সাথে তাদের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঐতিহাসিক সফরের বিষয়ে আলোচনা করতেই সেখানে সফরে যাচ্ছেন বলে জানিয়েছে সৌদি আরব ভিত্তিক গণমাধ্যম ‘আরব নিউজ’।

রোববার ম্যাটিস এক বিবৃতিতে জানান, দক্ষিণ চীন সাগরে বেইজিং এর বিতর্কিত অবস্থান ও উত্তর কোরিয়ার ওপর পারমাণবিক নিরস্ত্রীকরণের চাপ অব্যাহত রাখতে মঙ্গলবার দেশটি সফরে যাচ্ছেন। তিনি প্রশান্তমহাসাগরে চীনের সামরিক উপস্থিতি নিয়েও জানতে চাইবেন বলে তিনি মন্তব্য করেছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে ১২জুনের সম্মেলনে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের স্বাক্ষরিত চুক্তিগুলো বাস্তবায়ণে চীনের কৌশলগত সমর্থনের বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন বলেও ম্যাটিস দাবি করেছেন।

যুক্তরাষ্ট্র, চীন, জাপান ও দক্ষিণ কোরিয়ার লক্ষ্য একই বলে ম্যাটিস মন্তব্য করেছেন। কোরিয়া অঞ্চলকে অবশ্যই পারমাণবিক নিরস্ত্রীকরণ করা আমাদের লক্ষ্য হওয়া উচিৎ। চীনে অবস্থানকালীন তিনি তাদের শীর্ষস্থানীয় সামরিক কর্মকর্তাদের সাথেও স্বাক্ষাত করবেন বলে তিনি জানিয়েছেন। মঙ্গলবার সফরে গেলে মার্কিন কূটনীতিক হিসেবে এ এটিই তার প্রথম বেইজিং সফর হবে। ইয়ন নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়