শিরোনাম
◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে

প্রকাশিত : ২৫ জুন, ২০১৮, ০২:২৭ রাত
আপডেট : ২৫ জুন, ২০১৮, ০২:২৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এবার অভিবাসীদের ‘কীটপতঙ্গ’ বলে বিতর্কিত ট্রাম্প

আব্দুর রাজ্জাক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার অভিবাসী নাগরিকদের ‘কীটপতঙ্গ’ ও ‘জন্তুজানোয়ার’ হিসেবে অভিহিত করে নতুন এক বিতর্কের সূচনা করেছেন। দেশটিতে আসা সকল অভিবাসীদের কোন রকম বিচার ছাড়াই তার নিজ দেশে তাড়িয়ে দেয়ার আহ্বানও জানিয়েছে। তিনি তার সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটের একটি পোস্টে যুক্তরাষ্ট্রের অভিবাসী সমস্যার জন্য ডেমোক্র্যাটদের দায়ী করতে গিয়ে বেফাঁস মন্তব্যটি করেন বলে জানিয়েছে কাতার ভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম 'আল-জাজিরা'।

টুইট বার্তায় ট্রাম্প বলেন, ‘ডেমোক্র্যাটরা অভিবাসীদের মাধ্যমে সংঘটিত অপরাধের প্রতি খেয়াল না করে তাদেরকে অবাধে আমাদের দেশে প্রবেশের সুযোগ করে দিয়েছে। ডেমোক্র্যাটদের কাছে এ বিষয়টি মোটেই গুরুত্বপূর্ণ নয় যে, ‘কীটপতঙ্গ ও জন্তুজানোয়ার’র মতো যেসব অভিবাসী হুড়মুড় করে আমেরিকায় ঢুকে পড়ছে তারা কতখানি খারাপ লোক হতে পারে। তারা প্রতিনিয়তই দেশকে আক্রমণ করে যাচ্ছে তাই কোন আইনি প্রক্রিয়া ছাড়াই তাদের নিজ ঠিকানায় ফেরত পাঠাতে হবে।’

ট্রাম্পের এ বক্তব্যকে ‘বর্ণবাদী ও লজ্জাকর’ বলে প্রত্যাখ্যান করেছেন ডেমোক্র্যাট প্রতিনিধি ও মানবাধিকার কর্মী জন লুইস। তিনি ট্রাম্পের টুইট সম্পর্কে বলেছেন, এই মন্তব্য ‘অত্যন্ত বিপজ্জনক’ এবং যুক্তরাষ্ট্রের জনগণ যে স্বপ্ন ও আশা দেখে তার সাথে এটি কোনভাবে যায় না।

এ দিকে, মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ’র সাবেক পরিচালক মাইকেল হেইডেন বলেছেন, অভিবাসীদের বিরুদ্ধে আক্রমণাত্মক পরিভাষা ব্যবহার মার্কিন প্রেসিডেন্টের মর্যাদার সঙ্গে খাপ খায় না এবং আমি তার বক্তব্যে চরমভাবে হতাশ হয়েছি। পলিটিকো

  • সর্বশেষ
  • জনপ্রিয়