শিরোনাম
◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত

প্রকাশিত : ২৫ জুন, ২০১৮, ১২:৩৬ দুপুর
আপডেট : ২৫ জুন, ২০১৮, ১২:৩৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

উপহারের সানগ্লাসে জরিমানা

ডেস্ক রিপোর্ট: সামান্য এক জোড়া সানগ্লাস উপহার পাওয়ার কথা সময়মতো ঘোষণা না করায় ১০০ ডলার জরিমানা গুনতে হয়েছে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে। দেশটির আইনানুযায়ী, প্রধানমন্ত্রী ২০০ ডলারের বেশি দামের উপহার গ্রহণ করলেই ৩০ দিনের মধ্যেতা জানাতে হয়। কিন্তু ট্রুডো তা করেননি।

কানাডার পার্লামেন্টের নৈতিকতা সংক্রান্ত কমিটি বলছে, কনফ্লিক্ট অব ইন্টারেস্ট আইনের ২৫ নম্বর ধারা ভঙ্গ করেছেন প্রধানমন্ত্রী। শাস্তি হিসেবে তাকে গুনতে হয় ১০০ ডলার জরিমানা। গত ১৮ জুন জরিমানা পরিশোধ করলেও ট্রুডোকে পুরোপুরি দোষী মানতে নারাজ তার প্রেসসচিব।

শুক্রবার গণমাধ্যমের উদ্দেশে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, ‘প্রশাসনিক একটি ত্রুটির কারণে ৩০ দিনের মধ্যে উপহারের কথা ঘোষণা করা যায়নি।’

গত গ্রীষ্মে ট্রুডোকে ওই সানগ্লাসটি উপহার দিয়েছিলেন কানাডার একজন রাজনীতিক ওয়েড ম্যাকলাচলান। দেশটির পূর্বাঞ্চলের গুয়ের্নসি কোভ এলাকার ফেলো আর্থলিংস আইওয়্যার কোম্পানির তৈরি চামড়ায় জড়ানো সানগ্লাসটির খুচরা মূল্য ৩০০-৫০০ ডলারের মতো। প্রথমে সানগ্লাসটি ট্রুডোকে পরতে দেখা যায় ২০১৭ সালে ভিয়েতনাম সফরের সময়।

এ বিষয়ে ম্যাকলাচলানের যোগাযোগবিষয়ক ভারপ্রাপ্ত পরিচালক ম্যারি মোজসিনস্কি এক ইমেইলে জানিয়েছেন, কানাডার বর্তমান প্রধানমন্ত্রী ও তার স্ত্রী সোফি গ্রেগোইরেকে গত বছর জুনে ওই সানগ্লাস উপহার দেওয়া হয়েছিল। কারণ প্রধানমন্ত্রী স্থানীয়ভাবে তৈরি জিনিস পরতে পছন্দ করেন। স‍ূত্র: দৈনিক আমাদেরসময়

  • সর্বশেষ
  • জনপ্রিয়