শিরোনাম
◈ উপজেলা নির্বাচন বর্জনের সিদ্ধান্ত বিএনপির ◈ কেউ যেন নিরাপত্তাহীনতায় না থাকি, আইনের শাসনে জীবনযাপন করি: ড. ইউনূস ◈ মা, স্ত্রী ও দুই ছেলে নিয়ে ঢাকা ফিরছিলেন রফিক, পথে প্রাণ গেল সবার ◈ স্থায়ী জামিন না পাওয়ায় ক্ষুব্ধ হয়েছি: ড. ইউনূসের আইনজীবী ◈ উপজেলার ভোটে এমপি-মন্ত্রীদের হস্তক্ষেপ না করতে প্রধানমন্ত্রীর নির্দেশ : ওবায়দুল কাদের  ◈ শ্রম আইন লঙ্ঘন: ড. ইউনূসসহ ৪ জনের জামিন ২৩ মে পর্যন্ত বৃদ্ধি ◈ ময়মনসিংহে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ২৬ ◈ ফরিদপুরে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষ, নিহত বেড়ে ১৩  ◈ ইরানের হামলার জবাব দেবে ইসরায়েল: সেনাপ্রধান ◈ সৌদিতে কোরবানি ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা

প্রকাশিত : ২৫ জুন, ২০১৮, ০৬:৫৯ সকাল
আপডেট : ২৫ জুন, ২০১৮, ০৬:৫৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে এগিয়ে কে?

স্পোর্টস ডেস্ক : ফুটবলাররা সারা বছর বিশ্বের বিভিন্ন ক্লাবের হয়ে মাঠ দাপিয়ে বেড়ালেও সবার চোখ থাকে ফিফা ওয়ার্ল্ড কাপের দিকে। প্রতি চার বছর পর পর আসে ফিফা বিশ্বকাপের মাহেন্দ্রক্ষণ। আর এবারের ২১তম আসর বসেছে পুতিনের দেশ রাশিয়ায়।

পুতিনের দেশ বলে কথা। শুরু থেকেই ঘটে চলছে অঘটন। আন্ডার-ডগ টিমগুলো গোল উৎসব করলেও ফেভারিটের তকমা নিয়ে খেলতে আসা দলগুলো খাবি খাচ্ছে। তবে এ বিশ্বকাপের সব নাটক জমে থাকছে অতিরিক্ত সময়ে।
ইংল্যান্ড তিউনিসিয়ার বিপক্ষে, ব্রাজিল কোস্টারিকার বিপক্ষে এবং জার্মানি সুইডেনের বিপক্ষে অতিরিক্ত সময়ে গোল দিয়ে জয় তুলে নেয়। গ্রুপ পর্বেও লড়াই চলছে নক আউট পর্বের মতো। আন্ডার-ডগ টিমগুলো প্রমাণ করছে রাশিয়াতে ফেভারিট টিম বলতে কেউ নেই।

বড় দলগুলো খাবি খেলেও এক মেসি ছাড়া সব বড় তারকারাই নিজের নামের সঙ্গে সুবিচার করছেন। কেউবা আবার বনেছেন নতুন নায়ক। এই যেমন রাশিয়ার হয়ে খেলা চ্যারিশভ। জাতীয় দলের হয়ে প্রথম গোলের মুখ দেখছেন বিশ্বকাপের মঞ্চে। প্রথম ম্যাচ খেলতে নেমেই করেছেন ২ গোল।
তবে গ্রুপ খেলা এখনো শেষ না হলেও কাগজে-কলমে হিসাব-নিকাশ চলছে গোল্ডেন বুটের দাবীদারদের নিয়ে। এখন পর্যন্ত সর্বোচ্চ গোলদাতার তালিকায় প্রথমে অবস্থান করছেন ইংলিশ অধিনায়ক হ্যারি ক্যান। দুই ম্যাচে তার গোল সংখ্যা ৫। করেছেন পানামার বিপক্ষে হ্যাটট্রিক।

এর পরই আছেন পর্তুগিজ তারকা রোনালদো। স্পেনের বিপক্ষে অবিশ্বাস্য হ্যাটট্রিক করেছেন বিশ্বকাপের দ্বিতীয় দিনেই। তার গোলসংখ্যা ৪টি। এ ছাড়া বেলজিয়ামের লুকাকুও করেছেন ৪টি গোল। ৩টি করে গোলের মালিক রাশিয়ার চ্যারিশভ ও স্পেনের ডিয়েগেও কস্তা। সূত্র : আমাদের সময়

  • সর্বশেষ
  • জনপ্রিয়