শিরোনাম
◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ ◈ নিরস্ত্র ফিলিস্তিনিরা সাদা পতাকা উড়াচ্ছিল, তাদের বূলডোজার দিয়ে মাটি চাপা দিল ইসরায়েলী সেনারা ◈ যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত

প্রকাশিত : ২৫ জুন, ২০১৮, ০৬:৫৫ সকাল
আপডেট : ২৫ জুন, ২০১৮, ০৬:৫৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দেশপ্রেমিক গড়ছে প্রাথমিক বিদ্যালয়

ডেস্ক রিপোর্ট : এপ্রিল মাসের সেরা দেশপ্রেমিক পঞ্চম শ্রেণির ছাত্র ‘মোস্তাফিজুর রহমান’। প্রাথমিক বিদ্যালয় উন্নয়নের স্বপ্নদ্রষ্টা এই দেশপ্রেমিক মাগুরা শালিখা’র আড়পাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র।
মোস্তাফিজুর রহমানের স্বপ্ন বড় হয়ে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হওয়া। এই বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য সুযোগ-সুবিধা বাড়ানো। নিজের লেখাপড়ার সময়ে প্রাপ্ত সুবিধার চেয়েও বেশি কিছু করার স্বপ্ন দেখে সে।

এমন স্বপ্নবাজ দেশপ্রেমিক তৈরির বীজ বপন করেছে বিদ্যালয়ের শিক্ষকরা। এখানে ‘স্কুল অব ইনোভেশন’ কর্মসূচির নানামুখি চর্চার মাধ্যমে প্রতিটি শিশুকে আদর্শ মানুষ হিসেবে গড়ার প্রায়াস তাদের।
সহকারি শিক্ষক দীপঙ্কর বিশ্বাস জানান, তার বিদ্যালয়ে শিক্ষকরা ‘দেশপ্রেমের আয়না’ একটি উদ্ভাবনী ধারণা বাস্তবায়ন করছেন। একটি বাক্সে লেখা আছে দেশপ্রেমের আয়না। এটি রাখা হয়েছে বিদ্যালয়ের একটি স্থানে। শিক্ষার্থীরা দেশের জন্য কে-কী করতে চায় তা লিখে এই বাক্সে জমা দেয়। এর আগে শিক্ষার্থীদের ধারণা দেওয়া হয়, তাদের লেখাপড়ার পেছনে পরিবার, সমাজ এবং রাষ্ট্রের কী অবদান রয়েছে। মহান মুক্তিযুদ্ধ, স্বাধীনতা অর্জনের গল্প শুনিয়ে দেশপ্রেমে উদ্বুদ্ধ করা হয়। এরপর শিশুরা তাদের স্বপ্নের জাল বুনে। ভবিষ্যতের লক্ষ্যস্থির করে নিজে কী হতে চায়? দেশের জন্য কী অবদান রাখবে, ছোট চিরকুটে লিখে জমা দেয় ‘দেশপ্রেমের আয়না’ বক্সে। প্রতিমাসে চিরকুটগুলো বছাই করে সেরা স্বপ্নদ্রষ্টাকে দেশপ্রেমিক ঘোষণা করে বিদ্যালয় কর্তৃপক্ষ।
আরও উদ্ভাবনী ধারণা আছে, আলোকিত আচরণ সংগ্রহশালাঃ একটি বোর্ডে বিদ্যালয়ের শিক্ষার্থীদের ভালো আচরণের ছবি তুলে তার পরিচয় এবং কাজের বর্ণনা করা থাকে। এতে অন্য শিক্ষার্থীরা তা দেখে ভাল আচরণ করতে অনুপ্রাণিত হয়। যেমন-কেউ নির্দিষ্ট বাক্সে ময়লা ফেলা। অন্ধ পথচারীকে সহায়তা করা ইত্যাদি।

রোড সাইনঃ স্কুলের বারান্দার মাঝখানে সাদা দাগ ক্রসিং আকা ও তিনটি ভবনে সিগন্যাল লাইট ব্যবস্থা করা হয়েছে। শিশুরা নির্দিষ্ট লাইটে চলাচল। সিগন্যাল মেনে হাটা চর্চার জন্য এই উদ্ভাবনী রাস্তা বিদ্যালয়ের মধ্যেই তৈরি করা হয়েছে।
এ ধরনের নতুনত্ব উদ্ভাবনী ধারণা নিয়ে আজ রোববার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে শুরু হয়েছে দুই দিনের উদ্ভাবনী মেলা। এতে প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এবং শিক্ষকদের নানাবিধ উদ্ভাবনী ধারণা তুলে ধরা হয়। সকালে মেলার উদ্বোধন করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান। সূত্র : আমাদের সময়

  • সর্বশেষ
  • জনপ্রিয়