শিরোনাম
◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে

প্রকাশিত : ২৫ জুন, ২০১৮, ০৩:৪৫ রাত
আপডেট : ২৫ জুন, ২০১৮, ০৩:৪৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জাকা-শাকিরি দুই ম্যাচ নিষিদ্ধ

স্পোর্টস ডেস্ক: সুইজারল্যান্ডের দুই তারকা ফুটবলার গ্রানিত জাকা এবং জাদরান শাকিরি। এ দুই ফুটবলার সার্বিয়ার বিপক্ষে আপত্তিকর গোল উদযাপন করার দায়ে শুরু থেকেই সমালোচিত হচ্ছিলেন বারবার। এ দুই সুইস ফুটবলার এবার শাস্তির মুখে পড়েছেন। দুই ম্যাচের নিষেধাজ্ঞার সঙ্গে ৩৮০০ ইউরো করে জরিমানা করা হয়েছে তাদের দু’জনকে।

সার্বিয়ার বিপক্ষে ম্যাচে গোল করার পর উভয়ই ‘ডাবল ঈগল’ ভঙিতে উদযাপন করেন। এ উদযাপনের পেছনে অবশ্য রয়েছে এক বিরাট ইতিহাস। জাকা এবং শাকিরি উভয়ই ছিলেন কসোভোর অধিবাসী। ১৯৯৯ সালে সেখানে গণহত্যা চালায় সার্বিয়ান সেনারা। সেটারই প্রতিবাদে আলবেনিয়ার পতাকায় থাকা ডাবল ঈগলের মত উদযাপন করেন কসোভো তথা আলবেনিয়া থেকে অভিবাসী হয়ে সুইজারল্যান্ডে চলে আসা জাকা ও শাকিরি।

তবে জাকা-শাকিরির এমন উদযাপন ভালো চোখে দেখেনি ফিফা। ফিফা স্বীকৃত কোন ম্যাচে কেউ জাতিগত বিদ্বেষ ছড়ানোর কাজ করলে তাকে দুই ম্যাচ নিষিদ্ধ ও জরিমানা করার আইন রয়েছে। তদন্তের পর তাই জাকা-শাকিরিকেও এ শাস্তির মুখোমুখি হতে হলো।

সুইজারল্যান্ডের পরবর্তী গ্রুপ ম্যাচ রয়েছে কোস্টারিকার বিপক্ষে। জাকা-শাকিরি দুজনই ওই ম্যাচ মিস করবেন। সুইজারল্যান্ড দ্বিতীয় রাউন্ডে উঠলে ওই ম্যাচও মিস করবেন এ দুই ফুটবলার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়