শিরোনাম
◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ ◈ নিরস্ত্র ফিলিস্তিনিরা সাদা পতাকা উড়াচ্ছিল, তাদের বূলডোজার দিয়ে মাটি চাপা দিল ইসরায়েলী সেনারা ◈ যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত

প্রকাশিত : ২৫ জুন, ২০১৮, ০৩:০৬ রাত
আপডেট : ২৫ জুন, ২০১৮, ০৩:০৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মুদ্রা রিজার্ভ কমানোর আদেশ দিয়েছে চীনের কেন্দ্রীয় ব্যাংক

নূর মাজিদ: চীনের বাজারে মুদ্রা সরবরাহ স্বাভাবিক রাখতে এবং মুদ্রার চলতি মান ধরে রাখার উদ্দেশ্যে সকল ব্যাংকের প্রতি তাদের মুদ্রা রিজার্ভের পরিমাণ কমানোর নির্দেশ দিয়েছে চীনের কেন্দ্রীয় ব্যাংক। রোববার চীনা কেন্দ্রীয় ব্যাংক এই লক্ষ্যে সকল ব্যাংক রিজার্ভ ৫০ বেসিস পয়েন্ট কমানোর নির্দেশ দেন।

কেন্দ্রীয় ব্যাংক জানায়, দেশটির অর্থনৈতিক খাতের তুলনামূলক ছোট ব্যবসায়ে মুদ্রা সরবরাহ স্বাভাবিক রাখা ও তাদের জন্য পর্যাপ্ত ঋণ সরবরাহ নিশ্চিত করাই তাদের প্রধান উদ্দেশ্য। তবে,দেশটির ব্যবসায়ী এবং উদ্যোক্তারা কেন্দ্রীয় ব্যাংকের এমন সিদ্ধান্ত সম্পর্কে আগে থেকেই নিশ্চিত ছিলেন। এই নিয়ে এবছর কেন্দ্রীয় ব্যাংক তৃতীয়বারের মতো মুদ্রা রিজার্ভ কম রাখার নির্দেশ দিলো। চীনা অর্থনৈতিক বিশ্লেষকদের ধারণা, সাম্প্রতিক সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের বাণিজ্য উত্তেজনার প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বিশেষত, এই সিদ্ধান্ত দেশটির ব্যবসায়ীদের প্রয়োজনীয় মূলধন সঙ্কট থেকে মুক্ত রাখার উদ্দেশ্যেই করা হয়েছে। যেন তারা কোন বাণিজ্যিক সঙ্কটের কারণে বিকল্প বিনিয়োগের মাধ্যমে ব্যবসায়িক কার্যক্রম চালিয়ে যেতে পারেন। পাশাপাশি চীনা মুদ্রার মূল্য রপ্তানি কাজের জন্য তুলনামূলক সুবিধাজনক অবস্থানে ধরে রাখার জন্যেও ব্যাংকগুলিকে রিজার্ভের পরিমাণ কমানোর নির্দেশ দেয়া হয়েছে।

রোববার কেন্দ্রীয় ব্যাংকের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৫ই জুলাই থেকে দেশটির ব্যাংকগুলিকে এই নির্দেশ কার্যকর করতে হবে। বড় ব্যাংকগুলিকে ১৬ শতাংশ এবং তুলনামূলক ছোট ব্যাংকগুলিকে তাদের ১৪ শতাংশ আমানত কমানোর নির্দেশ দেয়া হয়েছে।

এই নির্দেশের ফলে দেশটির বাজারে অতিরিক্ত ৫০০ বিলিয়ন ইওয়ান বা ৭৭ বিলিয়ন ডলারের অর্থ আসবে। চীনের বৃহৎ পাঁচটি রাষ্ট্রীয় ব্যাংক এবং ১২ টি যৌথ মূলধনী বাণিজ্যিক ব্যাংক এই সিদ্ধান্ত বাস্তবায়নে মূল ভূমিকা পালন করবে।রয়টার্স

  • সর্বশেষ
  • জনপ্রিয়