শিরোনাম
◈ কিছুটা কমেছে পেঁয়াজ ও সবজির দাম, বেড়েছে আলুর ◈ দেশের ৯২ শতাংশ মানুষ দ্বিতীয় কোনো ভাষা জানেন না, সময় এসেছে তৃতীয় ভাষার ◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫

প্রকাশিত : ২৫ জুন, ২০১৮, ০২:০৪ রাত
আপডেট : ২৫ জুন, ২০১৮, ০২:০৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতের নাট্যোৎসবে সৈয়দ শামসুল হকের নাটক ‘চম্পাবতী’

রাজু আনোয়ার: ভারতের পশ্চিমবঙ্গের নাট্যদল প্রাচ্য আয়োজিত বাংলাদেশের নাট্যকারের নাটক নিয়ে ‘পূবের নাট্য গাঁথা নাট্যোৎসবে’ মঞ্চায়িত হবে পল্লী কবি জসিম উদ্দিন এর ‘বেদের মেয়ে’ অবলম্বনে সৈয়দ শামসুল হক রচিত নাটক ‘চম্পাবতী’। আগামী ২৬ জুন সন্ধ্যা সাতটায় ভারতের ইজেডসিসি মিলনায়তনে পরিবেশিত হবে খোরশেদুল আলম নির্দেশিত ‘শব্দ নাট্যচর্চা কেন্দ্র’র ২৩তম এ প্রযোজনা।

আজ ২৪ জুন ‘চম্পাবতী’ নাটকের ২৬ জনের একটি টিম কলকাতার উদ্দেশ্যে ঢাকা ছেড়েছে। এ টিমের সদস্যরা হলেন- খোরশেদ আলম, রুশনী, মোস্তাক, শিশির রহমান, শাহিনুর, মাহমুদ, মাহিন, আনোয়ার, দোয়েল, রাজা, এনজেলিকা, আলফা, লিন্ডা, রুম্মন, তাহা, তারেক, মনছুর, বাপ্পি, সেজুতি, উনাইসা, কামাল, আরিফ, লিপি, জসীম, পারভিন ও ঠান্ডু রায়হান।

এ নাটকের গল্পে গ্রামের স্বার্থান্বেষী মোড়লের নজরে পড়ে গয়্যা বাইদ্যার সুন্দরী স্ত্রী বেদেকন্যা চম্পাবতী। এক পর্যায়ে গয়্যা বাইদ্যার সুন্দর সংসার রেখে তাকে বন্দি হতে হয় নারীলোভী মোড়লের হাতে। দল থেকে বিচ্ছিন্ন হয় সে। কিন্তু নিজের ভালবাসার মানুষ গয়্যা বাইদ্যাকে কিছুতেই ভুলতে পারে না চম্পাবতী। অবশেষে বাইদ্যার জীবন বাঁচাতে এক সময় নিজের শরীরে শুষে নেয় সে মৃত্যুর নীল বিষ। আর এভাবেই এগিয়ে চলে নাটকের গল্প। নাটকে চম্পাবতী চরিত্রে অভিনয় করেছেন মাহিন। নাটকটির আলোক পরিকল্পনায় রয়েছেন ঠান্ডু রায়হান, আবহ সঙ্গীতে শিশির রহমান এবং নৃত্য পরিচালনা করেছেন সামিউন জাহান দোলা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়