শিরোনাম
◈ তীব্র গরমে শিক্ষাপ্রতিষ্ঠান আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি 

প্রকাশিত : ২৪ জুন, ২০১৮, ১১:০৬ দুপুর
আপডেট : ২৪ জুন, ২০১৮, ১১:০৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চীন না কিনলে ১১১ মিলিয়ন টন প্লাস্টিক বর্জ্য জমবে বছরে

রাশিদ রিয়াজ : বিশ্বের সবচেয়ে বড় প্লাস্টিক বর্জ্য আমদানিকারক দেশ এধরনের পণ্য আর না কেনার সিদ্ধান্ত নিয়েছে গত বছর। বছরে অন্তত ১০৬ মিলিয়ন টন পুরনো পলিথিন ব্যাগ, বোতল, কনটেইনার সহ বিভিন্ন ধরনের প্লাস্টিক বর্জ্য আমদানি করছে দেশটি। ২০৩০ সাল নাগাদ প্লাস্টিক বর্জ্য দাঁড়াবে ১১১ মিলিয়ন টন। ইউনিভার্সিটির অব জর্জিয়ার গবেষকরা দুশ্চিন্তায় পড়েছেন এই প্লাস্টিক বর্জ্যরে কি হবে তা নিয়ে।

প্রতি বছর শুধু বিশ্বের বিভিন্ন কারখানা থেকেই ৮.৩ বিলিয়ন মেট্রিক টন প্লাস্টিক বাজারে যায়। বছরে ৭’শ মিলিয়ন আইফোন বাজারে আসে। এধরনের প্লাস্টিক পণ্যের চার-পঞ্চমাংশ মাটিতে বা পরিবেশে ছুড়ে ফেলা হয়। এধরনের আরো কয়েক মিলিয়ন টন প্লাস্টিক বর্জ্য সাগরে যায়। যা প্রতিনিয়ত মাটি ও পানিকে বিষাক্ত করে তুলছে। উৎপাদিত প্লাস্টিকের মাত্র ৯ ভাগ রিসাইক্লিং হয়। ২০১৬ সালে চীন ৭.৪ মিলিয়ন টন প্লাস্টিক বর্জ্য রিসাইক্লিং করে।

ভারত, ভিয়েতনাম ও মালয়েশিয়া প্লাস্টিক বর্জ্য নিলেও চীনের তুলনায় তা সামান্য। ভিয়েতনাম সম্প্রতি এধরনের প্লাস্টিক আমদানি বন্ধ করেছে। ৫০’এর দশক থেকে বিশ্বে প্লাস্টিক উৎপাদন ব্যাপক হারে বৃদ্ধি পায়। ওই বছর বিশ্বে ২ মিলিয়ন টন প্লাস্টিক উৎপাদন হলেও ২০১৫ সালে তা দাঁড়ায় ৩২২ মিলিয়ন টনে। যে হারে বিশ্বে প্লাস্টিক উকৎপাদন হচ্ছে তার সামান্যই রিসাইক্লিং করার ক্ষমতা রয়েছে। এক্ষেত্রে কার্যকর ব্যবস্থাপনা ও কৌশল নির্ধারণের তাগিদ দিচ্ছেন বিশেষজ্ঞরা। ব্লুমবার্গ

  • সর্বশেষ
  • জনপ্রিয়