শিরোনাম
◈ চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী

প্রকাশিত : ২৪ জুন, ২০১৮, ০৯:৫০ সকাল
আপডেট : ২৪ জুন, ২০১৮, ০৯:৫০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সেভেন আপ বনাম থ্রি-পিস

সজিব খান: চলছে ফুটবল বিশ্বকাপ ২০১৮। পাড়া বা মহল্লায় চায়ের চুমুকে চুমুকে আড্ডায়, রাস্তায়, কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যম্যে একটাই আলোচনা ফুটবল। কার প্রিয় দল কতো ভালো খেলে। আর কোন দলে কত তারকা ফুটবলার এবং অতীত নিয়ে চলে নানা তর্ক-বির্তক। এরই মাঝে যোগ হয়েছে সেভেন আপ আর থ্রি-পিস বলে দুই দলের সমর্থকদের ক্ষেপানোর খেলাও।

বলছিলাম আর্জেনটিনা এবং ব্রাজিলের সমর্থকদের কথা। গত ২১ জুন আর্জেনটিনা এবং ক্রোয়েশিয়ার মধ্যকার ফুটবল ম্যাচে ক্রোয়েশিয়ার জাদুকরি খেলার কাছে ৩-০ গোলে পরাজিত হয় তারকা ফুটবলার লিওনেল মেসির আর্জেনটিনা। এরপর থেকে ব্রাজিলের সমর্থকরা আর্জেনটিনার সমর্থকদের থ্রি-পিস বলেই ক্ষেপাচ্ছেন। অপরদিকে এর জবাবে আর্জেনটিনার সমর্থকরা ব্রাজিলের সমর্থকদের ক্ষেপাচ্ছেন সেভেন আপ বলে। কারণ গত বিশ্বকাপের ফাইনালে ব্রাজিলকে সাত গোল দিয়ে সেমিফাইনাল থেকে ফাইনালে উঠেছিল জামার্নি।

এখন বাংলাদেশের সমর্থকদের মধ্যে নতুন এক যুদ্ধ তৈরি হয়েছে এই তিন গোল আর সাত গোল নিয়ে। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর দিকে নজর দিলে দেখা যায় এই দুই দলের সমর্থকরা কি পরিমাণ তর্কে-বিতর্কে জড়িয়েছে।

কোন ব্রাজিল সমর্থক বলছে, মেসি কিছু করতে পারলো না। খাম্বার মতো দাড়িঁয়ে ছিলো। তিন তিনটা গোল খেয়ে ক্রোয়েশিয়ার কাছে হারলো। আবার কেউ বলছে আর্জেনটিনাকে থ্রিপিস পরিয়ে দিয়েছে ক্রোয়েশিয়া।

অপরদিকে এই বিশ্বকাপে নিজের দল ভালো কোন পারফরম করতে না পারায় গত বিশ্বকাপে জার্মানির কাছে ব্রাজিলের সাত গোল খাওয়ার ঘটনার অতীত টেনে সেভেন আপ সেভেন আপ বলে ব্রাজিল সমর্থকদের ক্ষেপাচ্ছেন আর্জেনটিনা সমর্থকরা।

যুদ্ধাটা হয়ে গেছে সেভেন আপ বনাম থ্রি-পিস এর।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়