শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ সাভারে শো-রুমের স্টোররুমে বিস্ফোরণ, দগ্ধ ২ ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ২৪ জুন, ২০১৮, ০৮:৩৯ সকাল
আপডেট : ২৪ জুন, ২০১৮, ০৮:৩৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বগুড়ায় মোটরসাইকেল ছিনতাই চক্রের দৌরাত্ম্য বৃদ্ধি

আরএইচ রফিক,বগুড়া: বগুড়া শহরে রাতে মোটর সাইকেল ছিনতাই চক্রের দৌরাত্ম্য আবারো বৃদ্ধি পেয়েছে। এসব মোটর সাইকেল ছিনতাই চক্রের থাবাতে জিম্মি হয়ে পড়েছে গোটা শহরবাসী । প্রতিদিন শহরের কোথাও না কোথাও মোটর সাইকেল ছিনতাইকারীর কবলে পড়ে আহত হচ্ছেন শহরবাসী, হারাচ্ছেন তাদের সর্বস্ব । বগুড়া শহরের বিভিন্ন স্থানে ছিনতাইকারীদের হাতে খুনের ঘটনা রয়েছে উল্লেখ করার মত।

শরিবার রাতে শহরে সিটি গার্লস স্কুল ও সিএমবি এলাকায় নূর নাহার ইরানী নামের এক গৃহবধু মোটর সাইকেল ছিনতাইকারীর ছোবলে লুন্ঠিত হয়েছেন। তার হ্যান্ডব্যাগ ও ব্যাগে রাখা মোবাইল ফোনসহ নগদ অর্থ ও মূল্যবান জিনিসপত্র হারিয়েছেন । এসময় তিনি ও তার সন্তানরা কিছুটা রক্ষা পেয়েছেন বড় কোন দূর্ঘটনার হাত থেকে ।

প্রত্যক্ষদর্শী ও নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, শহরের ঠনঠনিয়া বটতলা এলাকার বাসিন্দা শেখ সাইফুল ইসলামের স্ত্রী নূর নাহার ইরানী নামের ওই গৃহবধু শহরের বাদুড়তলা এলাকার বাবার বাড়ী থেকে সন্তানদের সাথে নিয়ে রিক্সাযোগে তার বাসায় ফিরছিলেন । শনিবার (২৩ জুন) রাত আনুমানিক সোয় ৯টার দিকে তাদের বহনকরা রিক্সাটি সিএমবি অফিসের সামনে সিটি স্কুলের পাশ দিয়ে যাবার সময় দ্রুত একটি মোটর সাইকেল নিয়ে দু’জন আরোহী সেখানে আসেন। এসময় কোন কিছু বুঝে ওঠার আগেই মোটর সাইকেল আরোহীরা গৃহবধুর কাছে থাকা হ্যান্ডব্যাগটি ছিনিয়ে নিয়ে যায়।

অভিযোগ রয়েছে,সম্পতিকালে শহরের মোটর সাইকেল চুরির ঘটনা ভয়াবহ আকার নিলেও এর কোন প্রতিকার নেই । বাড়ী ঘড় থেকে চুরি হয়ে যাচ্ছে মোটর সাইকেল । এছাড়াও বিভিন্ন এলাকায় রাতের বেলায় এক শ্রেণীর মোটর সাইকেল ছিনতাই চক্রের তৎপরতার কাছে নারী, শিশুসহ বিভিন্ন এলাকার বাসিন্দারা হরহামেশাই লুন্ঠিত হচ্ছেন। এধরনের অধিকাংশ ঘটনায় অভিযোগ দায়ের না হওয়ায় পত্র পত্রিকায় প্রকাশ না হওয়ায় দিন দিন গোট শহর এখন মোটর সাইকেল ছিনতাই চক্রের হাতে জিম্মি হয়ে পড়ছেন ।

জানা যায়, গত কিছুদিন যাবত শহরের মোহাম্মদ আলী হাসপাতাল ও এর আশ পাশের এলাকা ষ্টাফ কোয়াটার বটতলা,এবং কলোনী ,ঠনঠনিয়া ,পিটিআই মোড়,রহমাননগর মালতীনগর বক্সীবাজার মোড়, সুত্রাপুর, টিনপট্টি,খান্দার এলাকা সহ গোটা গোহাইল রোড এলাকায় হরহামেশাই ছিনতাইকারী কবলে লুন্ঠিত হচ্ছেন নগরবাসী। এছাড়াও শহরের মাটিডালী ,বাদুড়তলা, টিনপট্টি,আটাপাড়া ,বৃন্দাবনপাড়া ,শেউজগাড়ী, চারমাথা ও তিনমাথা, শাকপালা, বনানী চেলোপাড়া নারুলী, সাবগ্রাম এলাকায় রাতের আধাঁরে প্রতিনিয়ত ঘটছে চুরি এবং ছিনতাই।

আরো অভিযোগ রয়েছে, বগুড়া শহরে এখন রেজিষ্ট্রেশন বিহীন মোটর সাইকেল এর ছড়া ছড়ি। দিবারাত্রি দাপিয়ে বেড়াচ্ছে বিভিন্ন স্থান থেকে অবৈধ ভাবে নিয়ে আসা মোটর সাইকেল । শহরে নাম্বার বিহীন মোটর সাইকেল হরহামেশা চলাচল করলেও বিভিন্ন অজুহাতে সেই সব মোটর সাইকেল আটকে আগ্রহী নাহবার কারণে মোটর সাইকেল অপরাধ কর্মকান্ডের প্রবনতা বৃদ্ধি পেয়েছে।এ ব্যপারে শহরবাসী বারং বার প্রশাসনের দৃষ্টি আকর্ষন করলেও কাজের কাজ কিছুই হয়নি।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়