শিরোনাম
◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ২৪ জুন, ২০১৮, ০৭:০১ সকাল
আপডেট : ২৪ জুন, ২০১৮, ০৭:০১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নিকারাগুয়ায় শিক্ষার্থীদের বিক্ষোভে গুলি, শিশুসহ নিহত ৪

আব্দুর রাজ্জাক: নিকারাগুয়ার শিক্ষার্থীদের মিছিলে দেশটির নিরাপত্তা বাহিনীর গুলিতে শিশুসহ অন্তত ৪জন নিহত হয়েছে। সরকার বিরোধী অব্যাহত আন্দোলনে প্রায় প্রতিদিনই দেশটির বিভিন্ন রাস্তায় বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়ে থাকে। দেশটির রাজধানী ম্যানগুয়াতে অবস্থিত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিলে কথিত যৌথ বাহিনী তাদের ওপর গুলি চালিয়ে হতাহতের ঘটনাটি ঘটায় বলে আন্দোলনকারীরা জানিয়েছে। এ সপ্তাহের গোড়ার দিকে সরকারের সাথে বিরোধীদের একটি সমঝোতা আলোচনা ব্যর্থ হওয়ার পরই সরকার বিরোধী আন্দোলন আরো তীব্র আকার ধারণ করেছে তাই প্রায়ই হতাহতের খবর আসছে।

‘দ্য নিকারাগুয়া সেন্টার ফর হিউম্যান রাইটস’ (এনসিএইচআর) নামে দেশটির একটি মানবাধিকার সংস্থা হতাহতের খবরটি নিশ্চিত করেছে। শিশুটিকে একটি কেয়ার সেন্টারে নেয়ার সময় পুলিশের গুলিতে নিহত হয়েছে বলে তার মায়ের বরাতে সংস্থাটি জানিয়েছে। যদিও সরকার তাদের এমন অভিযোগ অস্বীকার করেছে।

উল্লেখ্য, সরকারি সামাজিক নিরাপত্তা বিষয়ক একটি নির্দেশনার বিরুদ্ধে দেশটিতে গত ১৮ এপ্রিল থেকে ব্যাপক বিক্ষোভ শুরু হয়। এতে এ পর্যন্তত অন্তত ২শত মানুষ নিহত হয়েছে বলে এনসিএইচআর জানিয়েছে। দেশটির প্রেসিডেন্ট ডেনিয়েল ওরতেজার সামাজিক নিরাপত্তা সংশোধন অধ্যাদেশ ও পেনশন কমানোর আদেশের বিরুদ্ধে আন্দোলনে আরো বহু মানুষ আহত হয়েছে বলে সংস্থাটির পক্ষ থেকে দাবি করা হয়েছে। বিবিসি

  • সর্বশেষ
  • জনপ্রিয়