শিরোনাম
◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ পাগলা মসজিদের দানবাক্সে এবার ২৭ বস্তা টাকা, গণনা চলছে ◈ তীব্র তাপপ্রবাহ, শিক্ষাপ্রতিষ্ঠান আরও ৭ দিন বন্ধের দাবি ◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক

প্রকাশিত : ২৪ জুন, ২০১৮, ০৬:০৭ সকাল
আপডেট : ২৪ জুন, ২০১৮, ০৬:০৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নিন্দুকদের জবাব দিলেন জার্মানির ক্রোস

স্পোর্টস ডেস্ক: শেষ গোলের পর ক্রোসের উল্লাস শনিবার রাতে নাটকীয় এক জয় উপহার দিয়েছে জার্মানি। বাঁচা মরার লড়াইয়ে শুরুতে পিছিয়ে থেকেও ১০ জনের দল নিয়ে সুইডেনকে ২-১ গোলে হারিয়েছে টনি ক্রোসরা। এমন জয়ের পর নিন্দুকদের একহাত নিলেন জার্মান মিডফিল্ডার, ‘আমার মনে হচ্ছে জার্মানির অনেকে আমাদের হটিয়ে দিতে পারলে খুশি হতো। তবে তাদের জন্য সতর্কবার্তাটা হলো আমরা সহজেই তাদের এমনটি অনুভব করতে দেবো না।’
সোচিতে মেক্সিকোর কাছে হার দিয়ে বিশ্বকাপ শুরু করা জার্মানি খেই হারিয়েই বসেছিল সুইডেনের বিপক্ষে। তাদের এই জয়ে ‘এফ’ গ্রুপ থেকে শেষ ষোলোর দুটি দল নিশ্চিত হবে শেষ ম্যাচের লড়াইয়ে। জার্মানরা লড়বে দুই ম্যাচ হেরে যাওয়া দক্ষিণ কোরিয়ার বিপক্ষে। আর দুই ম্যাচ জিতে আত্মবিশ্বাসী মেক্সিকোর বিপক্ষে কঠিন পরীক্ষা দিতে হবে সুইডেনকে। ৬ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে মেক্সিকো। আর ৩ পয়েন্ট করে নিয়ে দুই ও তিন নম্বরে সুইডেন ও জার্মানি।

এমন বিপরীত অবস্থায় সহজেই হাল ছেড়ে দিচ্ছে না জার্মানি। ক্রোসের কথাতেই রয়েছে তার ইঙ্গিত, ‘আমরা সহজেই পথ ছেড়ে দিচ্ছি না।’

আসলেই তো তাই। ১০ জনের দল নিয়েও নাটকীয় জয় উপহার দিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। বিনা লড়াইয়ে সামান্য জায়গাও ছেড়ে দিতে নারাজ জার্মানি। তাই প্রথম গোল নিয়ে আক্ষেপ ছিল ক্রোসের। যার দায়টা নিজের কাঁধেই নিলেন তিনি, ‘সুইডেনের প্রথম গোল আমার ভুলে হয়েছে। তাই দায়ভারটা আমিই নিয়েছিলাম। তবে শেষ দিকে সব কিছু ঠিক হয়ে গেছে। ঠিক কিনা? বাংলাট্রিবিউন

  • সর্বশেষ
  • জনপ্রিয়