শিরোনাম
◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার করলেই ব্যবস্থা: ইসি আলমগীর  ◈ নির্বাচনের মাঝেই ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ মুজিবনগর সরকারের ৪০০ টাকা মাসিক বেতনের কর্মচারি ছিলেন জিয়াউর রহমান: পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ২৪ জুন, ২০১৮, ০৪:৫১ সকাল
আপডেট : ২৪ জুন, ২০১৮, ০৪:৫১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৬১ বছর পর ঐতিহাসিক প্রথা ভেঙ্গে দিয়ে গাড়ি নিয়ে সৌদির রাস্তায় নারীরা (ভিডিও)

ওমর শাহ: ৬১ বছর ধরে নারীদের গাড়ি চালানো নিষিদ্ধ থাকার পর রোববার থেকে সৌদি আরবের পথে পথে গাড়ি চালিয়ে ঐতিহাসিক প্রথা ভেঙ্গে দিল সৌদি নারীরা। গত বছর নারীদের গাড়ি চালানোর অনুমতি দিয়ে রাজকীয় ডিক্রি জারি হওয়ার পর আজ ২৪ জুন রাত বারটার পর থেকে নারীদের গাড়ি চালানোর বিষয়টি বাস্তবে রূপ নেয়। সৌদির জিদ্দা, রিয়াদ, দাম্মামসহ নানা শহরে ড্রাইভিং  লাইসেন্সপ্রাপ্ত নারীরা রাত ১২ টার পর থেকে গাড়ি চালিয়ে ঐতিহাসিক এ দিনটির সূচনা করে। নারীদের গাড়ি চালানোর দৃশ্য সৌদি ও আন্তর্জাতিক গণমাধ্যমগুলো পর্যন্ত সরাসরি সম্প্রচার করে। গত এক বছর যাবত নারীদের ড্রাইভিং প্রশিক্ষণ ও লাইসেন্স প্রদানের কাজ সম্পন্ন করার পর রোববার থেকে ঐতিহাসিক এ দিনটি শুরু হলো। খবর: আরব নিউজ

https://twitter.com/twitter/statuses/1010641957113253889

এদিকে নারীদের এ পথচলাকে স্বাগত জানিয়েছে সৌদি আরবের নানা সামাজিক সংগঠন। এরআগে সৌদি আরবের ট্রাফিক কন্ট্রোল প্রতিষ্ঠান এক বিবৃতিতে জানিয়েছিল, সৌদি নারীরা যেন নির্ধারিত দিনের আগে গাড়ি পথে না নামায়। কেউ এ নির্দেশনা ভেঙ্গে গাড়ি চালালে তাকে ৫০০-৯০০ রিয়াল জরিমানা ও গাড়ি জব্দ করা হবে।

নারীদের ড্রাইভিং সীটে বসা ও গাড়ি চালানের বিষয়ে দেশটির সামাজিক যোগাযোগ মাধ্যমেও মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। নারীদের এ স্বাধীনতা অর্জনকে স্বাগত জানিয়েছে অনেক ইউজাররা। অনেক পুরুষ ড্রাইভার নারীদের সতর্কতার সঙ্গেও গাড়ি চালানোর পরামর্শ দেন। নারীরাও এ নিশ্চয়তা দিয়েছেন তারা ট্রাফিক আইন মেনেই গাড়ি চালাবেন ও বিপদজনক পথ এড়িয়ে চলবেন। এসময় একজন সৌদি নারী মানবাধিকারকর্মী নারীদের গাড়ি চালানোতে সাফল্য বয়ে আনারও পরামর্শ দেন।

https://vid.alarabiya.net/2018/06/23/araaab12/araaab12___araaab12_video.mp4

 

https://vid.alarabiya.net/2018/06/23/minu236/minu236___minu236_video.mp4

  • সর্বশেষ
  • জনপ্রিয়