শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ প্রাথমিকের তৃতীয় ধাপের পরীক্ষা শুরু, মানতে হবে কিছু নির্দেশনা ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা

প্রকাশিত : ২৪ জুন, ২০১৮, ০৮:৫৭ সকাল
আপডেট : ২৪ জুন, ২০১৮, ০৮:৫৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আখাউড়া স্থলবন্দরের যাত্রীদের ডলার এনডোর্সমেন্ট জটিলতা নিরসনে বৈঠক

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতগামী যাত্রীদের ডলার এনডোর্স সংক্রান্ত জটিলতা নিরসনে ভারত ও বাংলাদেশের কাস্টমস ও ইমিগ্রেশন পর্যায়ের কর্মকর্তাদের বৈঠক হয়েছে।

আজ শনিবার দুপুরে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা ইমিগ্রেশন কাস্টম্স অফিসে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ভারতের আগরতলার কাষ্টমস, ব্যাংকসহ ইমিগ্রেশন কর্মকর্তারা উপস্থিত ছিলেন বলে জানিয়েছেন আখাউড়া স্থলবন্দরের ইমিগ্রেশন কর্তৃপক্ষ।

এ ব্যাপারে আখাউড়া স্থলবন্দর ইমিগ্রেশন ইনচার্জ পিয়ার হোসেন জানান, আগরতলা কাস্টমস এর আকষ্মিক এই সীদ্ধান্তে বাংলাদেশী যাত্রীরা চরম দুর্ভোগের মধ্যে পড়ে। শনিবার আগরতলা কাস্টমস এর আমন্ত্রণে আখাউড়া কাস্টমস কর্মকর্তা শ্যামল রায় ও আরেক কর্মকর্তা এবং আমি যাই। বৈঠকে আমরা বলেছি সৃষ্ট জটিলতা নিরসন করে উভয় দেশের যাএী চলাচলে ভারতের পক্ষ থেকে সহযোগিতা করার জন্য। আগরতলা কাস্টমস এর কর্মকর্তারা আমাদেরকে আশ্বস্থ করেছে বিষয়টি সমাধানের জন্য তাদের উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে পরামর্শ করবে। তবে সাময়িক সময়ের জন্য ডলার এনডোর্সমেন্ট এবং ডলার সঙ্গে রাখার বিষয়টি শিথিল করার ব্যাপারে বৈঠকে সিদ্ধান্ত হয়েছে।

জানা যায়, গত ২০ জুন ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা চেকপোস্টের (আইসিপি) কাস্টমস বিভাগ হঠাৎ করে ভারতগামী বাংলাদেশী যাত্রীদের পাসপোর্টে ডলার এনডোর্সমেন্ট এবং সঙ্গে নগদ ডলার না থাকায় সেদেশ থেকে যাত্রীদের ফিরিয়ে দেয়। এতে করে বিপাকে পরে যাত্রীরা। ফলে ভিসা থাকা সত্ত্বেও বহু যাত্রী ভারতে যেতে পারেনি। এনিয়ে যাত্রীদের মাঝে চরম ক্ষোভ দেখা দেয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়