শিরোনাম
◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে

প্রকাশিত : ২৪ জুন, ২০১৮, ০৬:৫৭ সকাল
আপডেট : ২৪ জুন, ২০১৮, ০৬:৫৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সুইডেনের বিপক্ষে ১-০ গোলে পিছিয়ে গতবারের চ্যাম্পিয়ন জার্মানি

স্পোর্টস ডেস্ক: হাই-ভোল্টেজের ম্যাচে সুইডেনের মুখোমুখি হয়েছে ব্রাজিল বিশ্বকাপে চ্যাম্পিয়ন ইউরোপের দেশ জার্মানি। সুইডেনের বিপক্ষে ম্যাচে ১-০ গোলে পিছিয়ে গতবারের চ্যাম্পিয়ন জার্মানি ; ম্যাচের ৩২ মিনিটে ওলা টোইভোনেন গোলটি করেন।

এরফলে শেষ আশার আলোও ধীরে ধীরে নিভে যাচ্ছে। অবশ্য মাঠে নামার আগেই দুঃসংবাদ, এর মধ্যে কোরিয়াকে হারিয়ে দ্বিতীয় পর্বে চলে গেছে মেক্সিকো। ব্রাজিল বিশ্বকাপে চ্যাম্পিয়নের তকমা গায়ে নিয়ে চলতি রাশিয়া বিশ্বকাপে এসেছিল ইউরোপের দেশ জার্মানি। কিন্তু ‘এফ’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে মেক্সিকোর বিপক্ষে তারা পারেনি সেই গৌরব ধরে রাখতে। হেরে যায় ১-০ গোল। অন্যদিকে ‘এফ’ গ্রুপের আরেক দল সুইডেন দক্ষিণ কোরিয়াকেও হারায় সমান ব্যবধানে।

গ্রুপ পর্বের প্রথম ম্যাচে ‘জায়ান্ট কিলার’ খ্যাত মেক্সিকোর কাছে ১-০ গোলে হেরে অনেকটাই ধুকছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন জার্মানি। শনিবার রাত ১২ টায় মাঠে নামার আগে সোচির ক্যাম্পেইন আবারও দুঃসংবাদ দিলো জার্মান কোচ জোয়াকিম লো’কে। বিশ্বকাপে টিকে থাকার ম্যাচে আজ সুইডেনের বিপক্ষে একাদশে থাকতে পারবেন না ম্যাট হ্যামেলস। এই সেন্ট্রাল ডিফেন্ডারকে হারিয়ে জার্মানির কপালে চিন্তার বলিরেখাটা আরও স্পষ্ট হয়েছে।

তবে সুইডেনের বিপক্ষে জয়ব্যতীত অন্য কিছু কল্পনাও করার কথা নয় জার্মানির। কেননা সুইডিশদের বিপক্ষে মুখোমুখি সবশেষ ১১ ম্যাচ ধরে অপরাজিত জার্মানরা। জার্মানির বিপক্ষে সুইডিশদের সবশেষ জয়টি সেই ১৯৭৮ সালে। এরপরের ১১ ম্যাচের ৬টিতে জিতেছে জার্মানি, ড্র হয়েছে অন্য পাঁচটি।

তবে সবমিলিয়ে জার্মানি-সুইডেন মুখোমুখি লড়াইয়ে খুব একটা পিছিয়ে নেই সুইডেন। ৩৬ বারের দেখায় সুইডিশদের জয় ১৩ ম্যাচে, ড্র হয়েছে ৮টি ম্যাচ। জার্মানি জিতেছে বাকি ১৫টিতে। শনিবার এই ব্যবধান কমিয়ে আনার সূবর্ণ সুযোগ সুইডেনের সামনে।

জার্মানিকে হারাতে পারলেই মিলবে দ্বিতীয় রাউন্ডের টিকিট এই কথা জানা আছে সুইডিশ কোচ ইয়ান এন্ডারসনের।

সুইডেন ও মেক্সিকো নিজেদের প্রথম ম্যাচে জয় পাওয়ার ফলে কোনো পয়েন্ট না পেয়ে নক আউট পর্বে যাওয়ার ব্যাপারে বেশ শঙ্কায় রয়েছে দলটি। দলের এমন পরিস্থিতিতে আজ সুইডেনের বিপক্ষে জয়ের বিকল্প নেই জার্মানদের সামনে।

 

রাশিয়া বিশ্বকাপের প্রথম অঘটন মেক্সিকোর কাছে জার্মানির হার। অন্যদিকে, সুইডেনের কাছে হেরেই রাশিয়া বিশ্বকাপের মূল পর্ব থেকে ছিটকে গিয়েছিল চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি।

তাই আজকের ম্যাচে সুইডিশরা জামার্নির জন্যও বড় হুমকি হয়ে দাঁড়াতে পারে। আর সেটি যদি হয় জার্মানদের পরাজয় তবে তো ব্রাজিল বিশ্বকাপের চ্যাম্পিয়নদের বাড়ি ফেরার বিমান ধরতে হবে সেকেন্ড রাউন্ড শুরুর আগেই।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়