শিরোনাম
◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক

প্রকাশিত : ২৪ জুন, ২০১৮, ০৬:১২ সকাল
আপডেট : ২৪ জুন, ২০১৮, ০৬:১২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাঁচ কোটির ফেরারি গাড়ি নিমিষেই চুরমার করলেন নারী (ভিডিও)

বাঁধন : এক নারী কয়েক সেকেন্ডের মধ্যেই প্রায় পাঁচ কোটি মূল্যের ফেরারি গাড়ি চুরমার করে দিলেন। সেদিন বৃষ্টির সময় ভেজা রাস্তায় বিশ্বের অন্যতম বিলাসবহুল ফেরারি গাড়িটি নিয়ে বের হয়েছিলেন তিনি। ধারণা করা হয়, লাল রঙের ওই ইতালিয়ান ফেরারি ৪৫৮ গাড়িটির দাম প্রায় ৫০০,০০০ ব্রিটিশ পাউন্ড, যা বাংলাদেশি টাকায় পাঁচ কোটি ৬০ লাখ টাকারও বেশি।

দ্য মিররের প্রতিবেদনে জানানো হয়, কিছুদিন আগে পূর্ব চীনের ওয়েনলিং শহরের রাস্তায় সেকেন্ডের মধ্যে একটি ফেরারি গাড়ি ভেঙে যাওয়ার ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে ব্যাপক সাড়া ফেলে। ওই রাস্তার সিসিটিভির ফুটেজে ধারণ করা ভিডিওতে দেখা যায়, চীনের ওই ব্যস্ত নগরীর বৃষ্টিভেজা রাস্তায় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে একটি লাল রঙের ফেরারি স্পোর্টস কার। মুহূর্তের মধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলা গাড়িটা বেশ সজোরে ধাক্কা দেয় আরেকটি সাদা রঙের বিএমডাব্লিউ এক্স-৩ মডেলের গাড়িকে। আর সেই ধাক্কা খেয়ে সাদা বিএমডাব্লিউটি ধাক্কা দেয় পাশে থাকা অপর একটি কালো রঙের নিশান গাড়িকে।

ধাক্কায় সাদা গাড়িটির সামনের অংশের বেশ খানিকটা ভেঙে গেলেও লাল গাড়িটি একেবারে চূর্ণ-বিচূর্ণ হয়ে যায়।

https://www.facebook.com/carbeautiful1/videos/633186860376192/

ওই প্রতিবেদনে আরও জানানো হয়, সেদিন লাল রঙের ফেরারি গাড়িটি চালাচ্ছিলেন এক নারী। তবে চুরমার হয়ে যাওয়া ফেরারি গাড়িটির ভেতরে থাকা ওই নারী কতটুকু হতাহত হয়েছেন সে বিষয়ে কিছু জানা যায়নি।

সূত্র : প্রিয় ডট কম

  • সর্বশেষ
  • জনপ্রিয়