শিরোনাম
◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন

প্রকাশিত : ২৪ জুন, ২০১৮, ০৬:১০ সকাল
আপডেট : ২৪ জুন, ২০১৮, ০৬:১০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গায়ের রঙ নিয়ে উপহাসের জেরে বিষ প্রয়োগ, ৫ জনের মৃত্যু

ডেস্ক রিপোর্ট : ভারতের মহারাষ্ট্র রাজ্যের এক নারীর গায়ের গাঢ় রঙ ও তার রান্নার ধরন নিয়ে উপহাসের জেরে প্রাণ দিতে হল চারটি শিশুসহ পাঁচ জনের।

আত্মীয়-স্বজনদের ক্রমাগত উপহাসে উত্যক্ত ২৮ বছর বয়সী ওই নারী খাবারে বিষ মিশিয়ে দেন বলে অভিযোগ, শনিবার এ খবর জানিয়েছে এনডিটিভি।

সোমবার মহারাষ্ট্র রাজ্যের রাইগাদ জেলার এ ঘটনায় ওই পরিবারের আরও ১২০ জন অতিথি অসুস্থ হয়ে পড়েছেন বলে জানিয়েছে পুলিশ।

দায়ের করা অভিযোগ সূত্রে জানা গেছে, মাহাদ গ্রামের গৃহবধূ প্রজ্ঞা ‍সুরবাস তার আত্মীয় সুভাষ মানের বাড়িতে এক অনুষ্ঠানের সময় খাবারে কিটনাশক মিশিয়ে সেই খাবার অতিথিদের খেতে দেন। এমনকি শিশুরাও বাদ পড়েনি।

রাতের ওই খাবার খাওয়ার কিছুক্ষণের মধ্যেই লোকজন পেট ব্যথা হচ্ছে বলে জানায় এবং বমি করতে শুরু করে। এরপর একের পর এক বিভিন্ন জনকে হাসপাতালে নিয়ে যাওয়া শুরু হয়।

এরপর পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে জানতে পারে অসুস্থ হয়ে পড়া সবাই একই অনুষ্ঠানে খাবার খেয়েছেন। খাবারের নমুনা পরীক্ষার জন্য পাঠালে সেখানে খাবারে কীটনাশকের উপস্থিতি ধরা পড়ে বলে জানিয়েছে পুলিশ।

তারা তদন্ত শুরু করে এবং সুভাষ মানের বাড়ির কাছে কীটনাশক খুঁজে পায়। পুলিশ সব অতিথির সঙ্গে কথা বলে, এ সময় প্রজ্ঞা সুরবাসের কথাবার্তা তাদের সন্দেহের উদ্রেক করে। তাকে আরও জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে স্বীকার করে, অপমানের প্রতিশোধ নিতে সে খাবারে বিষ মিশিয়েছে।

তাকে গ্রেপ্তার করে তার বিরুদ্ধে হত্যা, হত্যা চেষ্টা ও অন্যান্য অপরাধের অভিযোগ আনা হয়েছে।

পুলিশ জানিয়েছে, দুই বছর আগে প্রজ্ঞার বিয়ে হয়েছিল, তারপর থেকে তাকে তার গাঢ় গাত্রবর্ণ ও রান্নার হাত না থাকার জন্য গঞ্জনা সহ্য করতে হচ্ছিল। এক সময় পরিবার ও স্বজনদের সবার বিরুদ্ধে তার মন বিষিয়ে ওঠে এবং সে তাদের সবাইকে হত্যার সিদ্ধান্ত নেয়।

এরপর আত্মীয় সুভাষ মানের বাড়িতে অনুষ্ঠানের দাওয়াতে গিয়ে তার সামনে সুযোগ আসে। সে খাবারে বিষ মিশায় এবং সেগুলো অতিথিদের বেড়ে খাওয়ায়।

যে চারটি শিশু মারা গেছে তাদের বয়স সাত থেকে ১৩ বছরের মধ্যে। এর পাশাপাশি ৫৩ বছর বয়সী আরেক ব্যক্তি মারা গেছেন বলে জানিয়েছেন এক পুলিশ কর্মকর্তা।

সূত্র : বিডিনিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়