শিরোনাম
◈ ৯৫ বিলিয়ন ডলারের সহায়তা বিলে জো বাইডেনের সাক্ষর  ◈ বিশ্বের প্রতি যুদ্ধকে ‘না’ বলার আহ্বান প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশ ব্রাজিল থেকে ইথানল নিতে পারে, যা তেলের চেয়ে অনেক সস্তা: রাষ্ট্রদূত ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থিতা প্রত্যাহার না করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের  ◈ লোডশেডিং ১০০০ মেগাওয়াট ছাড়িয়েছে, চাপ পড়ছে গ্রামে ◈ বাংলাদেশে কাতারের বিনিয়োগ সম্প্রসারণের বিপুল সম্ভাবনা দেখছেন ব্যবসায়ীরা  ◈ হিট স্ট্রোকে রাজধানীতে রিকশা চালকের মৃত্যু

প্রকাশিত : ২৪ জুন, ২০১৮, ০২:০৬ রাত
আপডেট : ২৪ জুন, ২০১৮, ০২:০৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বড় ব্যবধানে তিউনিসিয়াকে হারিয়ে নকআউট পর্বে বেলজিয়াম

নিজস্ব প্রতিবেদক : ‘জি’ গ্রুপ থেকে বিশ্বকাপের নকআউট পর্বে উঠল বেলজিয়াম। গতকাল গ্রুপ পর্বের খেলায় একচ্ছত্র প্রাধান্য বিস্তার করে খেলে বেলজিয়াম সহজেই ৫-২ গোলে হারিয়ে দেয় তিউনিসিয়াকে।
প্রথমার্ধে ৩-১ গোলে এগিয়ে যাবার পর দ্বিতীয়ার্ধের আক্রমণের ধারা বজায় রেখে বেলজিয়াম গোলের ব্যবধান বাড়িয়ে নেয়।
তারা বিরতি থেকে ফিরে তিউনিসিয়ার জালে বল জড়ায় বেলজিয়াম। গোলটি করেন অধিনায়ক এডেন হ্যাজার্ড। ৫১তম মিনিটে টবি আল্ডারভাইরেল্ডের সহায়তায় গোলরক্ষককে কাটিয়ে সহজে নিজের দ্বিতীয় গোল করেন তিনি।
এর আগে রোমেলু লুকাকুর জোড়া গোলে ৩-১ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় বেলজিয়াম। বিরতির আগে বেলজিয়ামের তিনটি গোলের মধ্যে প্রথম গোলটি করেন এডেন হ্যাজার্ড। এরপর পরপর দুইটি গোল করেন রোমেলু লুকাকু। এর আগে পানামার বিপক্ষে দুইটি গোল করেছিলেন লুকাকু। তিউনিসিয়ার একমাত্র গোলটি করেছেন ডিলন ব্রোন।
গতকাল খেলা শুরু হতে না হতে এগিয়ে যায় বেলজিয়াম। ম্যাচের ষষ্ঠ মিনিটে পেনাল্টি থেকে গোল করে বেলজিয়ামকে ১-০ গোলে এগিয়ে দেন দলটির অধিনায়ক এডেন হ্যাজার্ড। ডি-বক্সের মধ্যে এডেন হ্যাজার্ডকে ফাউল করেন তিউনিসিয়ার বেন ইউসেফ। যার ফলে পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি।

এরপর ১৬তম মিনিটে ব্যবধান ২-০ করেন রোমেলু লুকাকু। ড্রিস মের্টেন্স থ্রু বাড়িয়ে দেন রোমেলু লুকাকুকে। লুকাকু বলটি নিজের নিয়ন্ত্রণে নিয়ে ডি-বক্সের মধ্যে থেকে গোলপোস্ট লক্ষ্য করে জোরালো শট দেন। বল গিয়ে আশ্রয় নেয় জালে।
রোমেলু লুকাকু গোল করার পর মাত্র দুই মিনিটের মধ্যে ব্যবধান কমায় তিউনিসিয়া। ১৮তম মিনিটে ওয়াহবি খাজরির ফ্রি-কিক থেকে হেড করে বল জালে পোৗঁছে দেন ডিলন ব্রোন। এটি তার প্রথম আন্তর্জাতিক গোল।

বিরতিতে যাওয়ার আগ মুহূর্তে আবারও তিউনিসিয়ার জালে বল জড়ায় বেলজিয়াম। (৪৫+৩) মিনিটে গোলটি করেন রোমেলু লুকাকু। থমাস মিউনিয়েরের পাস থেকে দ্রুত গতিতে এগিয়ে গিয়ে গোলপোস্টের একেবারের কাছাকাছি জায়গা থেকে গোলরক্ষককে ফাঁকি দিয়ে তিনি বল পাঠিয়ে দেন জালে। ম্যাচের দ্বিতীয়ার্ধেও বেলজিয়াম দোর্দ- প্রতাপে আরো দুটি গোল আদায় করে। দলের পক্ষে পঞ্চম গোল করেন এমবাট। খেলার অন্তিম মুহূর্তে তিউনিসিয়া দ্বিতীয় গোল করে ব্যবধান কমায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়