শিরোনাম

প্রকাশিত : ২৪ জুন, ২০১৮, ১২:২০ দুপুর
আপডেট : ২৪ জুন, ২০১৮, ১২:২০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্রেক্সিটের দুই বছর: ক্ষতিগ্রস্ত ব্রিটিশ অর্থনীতি

লিহান লিমা: ইউরোপিয় ইউনিয়ন থেকে বের হয়ে যাওয়ার গণভোট ব্রেক্সিটের দুই বছর পার করেছে ব্রিটেন। কিন্তু চার দশকের এই সম্পর্কের ইতি টানার পর ব্রিটেনের আর্থিক পরিস্থিতির নানা নাটকীয়তা সামনে এসে দাঁড়িয়েছে।

শুক্রবার উড়োজাহাজ কোম্পানি ‘এয়ারবাস’ ব্রিটেন থেকে বেরিয়ে যাওয়ার হুমকি দেয়। তারা জানায়, যদি ব্রেক্সিটের পর ইউরোপিয় ইউনিয়ন ব্রিটেনের সঙ্গে বাণিজ্য চুক্তি না করে তবে দেশটি থেকে বেরিয়ে যেতে বাধ্য হবে তারা।

ব্যারেনবার্গ ব্যাংকের অর্থনীতিবিদরা জানান, ২০১৬ সালের গণভোটের পর থেকে ২০১৮ সালের প্রথমার্ধ পর্যন্ত ব্রিটেনকে ৪৬ বিলিয়ন ডলারের আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হয়েছে। ২০১৬ সালের গণভোটের আগে ব্রিটেন বিশ্বের অন্যতম দ্রুত বর্ধনশীল অর্থনৈতিক দেশে পরিণত হলেও এখন তা ¤্রয়িমাণ। এই বছরের প্রথম প্রান্তিক মাসে এটি মাত্র ০.১ ভাগ বৃদ্ধি পেয়েছে। যা গত ৫ বছরের তুলনায় সবচেয়ে নিন্ম আর্থিক প্রবৃদ্ধির হার। এছাড়া পাউন্ডের মূল্যমান হ্রাস পেয়েছে। রপ্তানিকৃত পণ্য এবং জ্বালানি খাতের দাম বৃদ্ধি পাওয়ায় কোম্পানি ও ক্রেতারা সংকটে পড়েছে। গত তিন বছরের মধ্যে এই প্রথমবারের মত মূল্য বৃদ্ধি পেয়েছে ৩ ভাগ। তবে বেকারত্বের হার কেেমছে, ব্রেক্সিটের প্রথম ১ বছরে ৪ লাখ ৫১ হাজার নতুন চাকরি খাতের সৃষ্টি হয়েছে। কিন্তু সেই সঙ্গে হ্রাস পেয়েছে মজুরির পরিমাণ, বেড়েছে দ্রব্যম্যূল্যের দাম।

ব্যাংক অব ইংল্যান্ডের গর্ভনর মার্ক কার্নে বলেন, পারিবারিক আয় ৯০০ পাউন্ড হ্রাস পেয়েছে। ধাক্কা খেয়েছে রিয়েল এটেস্ট ব্যবসাও, ঘর-বাড়ির মূল্য হ্রাস পেয়েছে। ইউরোপিয় ইউনিয়ন থেকে আসা অভিবাসীর সংখ্যা হ্রাস পেয়েছে। এর ফলে স্বাস্থ্য ও সেবা খাত যোগ্য কর্মী সংকটে ভুগছে।

প্রসঙ্গত, ২০১৬ সালের ২৩ জুনের গণভোটের প্রেক্ষিতে ২০১৯ সালের মার্চে ইইউ থেকে চূড়ান্তভাবে বেরিয়ে যাওয়ার কথা রয়েছে ব্রিটেনে। এরই মধ্যে এই ঘটনাকে কেন্দ্র করে নানা ক্ষতির সম্মুখীন হয়েছে ব্রিটেনের আর্থিক খাত। সিএনএনমানি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়