শিরোনাম
◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ২৩ জুন, ২০১৮, ১১:৪১ দুপুর
আপডেট : ২৩ জুন, ২০১৮, ১১:৪১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দক্ষিণখানে পুলিশের মাদক বিরোধী অভিযান, ইয়াবা-চাকু উদ্ধারসহ আটক ১৭

সুজন কৈরী : রাজধানীর দক্ষিণখানে মাদক বিরোধী সাঁড়াশি অভিযান চালিয়ে ১৭ জনকে আটক করেছে ঢঅকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ সময় তাদের কাছ থেকে ২৫০ পিসের বেশি ইয়াবা ট্যাবলেট, ৫শ’ গ্রাম গাঁজা ও ২টি বড় চাকু জব্দ করা হয়েছে। শনিবার বেলা সাড়ে ১১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ফায়দাবাদ, কোর্টবাড়ী, বালুরমাঠ, মধুবাগ ও চোয়ারীরটেক এলাকায় একযোগে ৫টি টিমে বিভক্ত হয়ে অভিযান চালায়। অভিযানে সংশ্লিষ্ট থানা পুলিশ, ডিএমপি’র গোয়েন্দা বিভাগ (ডিবি), কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট ও পাবলিক অর্ডার ম্যানেজমেন্টের (পিওএম) সদস্যরা অংশগ্রহণ করেন।

ডিএমপি’র উত্তরা বিভাগের ডিসি নাবিদ কামাল শৈবাল বলেন, সারা দেশের ন্যায় দক্ষিণখানের ৫টি এলাকায় ৫ টি টিমে বিভক্ত হয়ে একযোগে বিশেষ অভিযান চালানো হয়েছে। তিনি বলেন, আটককৃতদের যাচাই বাছাই শেষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডিসি নাবিদ বলেন, আটককৃতদের মধ্যে ৭ থেকে ৮ জন তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী রয়েছেন। বাকিদের যাচাই-বাছাই করা হচ্ছে।

তিনি আরো বলেন, পরবর্তীতে পিওএম থেকে পর্যাপ্ত ফোর্স পেলে উত্তরায় আবারো এমন সাঁড়াশি অভিযান চালানো হবে।

পুলিশের একটি সূত্র জানায়, ফায়দাবাদ থেকে আটক হওয়া টুন্ডা লিটন ওরফে লিটন দক্ষিণখানের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী। তার বাসা তল্লাশি করে দুটি লং ক্রিস (চাকু) জব্দ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়