শিরোনাম
◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ২৩ জুন, ২০১৮, ০৫:২৯ সকাল
আপডেট : ২৩ জুন, ২০১৮, ০৫:২৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাঠ কাপাচ্ছেন নতুন তারকারা, বিবর্ণ মেসি-সালাহ

সুফিয়ান শুভ: রাশিয়া বিশ্বকাপের দুয়ারে অঘটন ঘটনা ঘটছে।ভক্তরা হিসাব করে এক ঘটেছে তার বিপরীত।মহাতারকারা তাদের নামের প্রতি সুবিচার করতে পারেননি।তাদের ভক্তদের হতাশ করে যাচ্ছেন,এই হতাশার শেষ কোখাই?মেসি-সালাহ তারা আশানুরুপ খেলা উপহার দিতে পারেননি। গতবারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানিকে হারিয়ে ইতোমধ্যেই বড় চমক দিয়েছে মেক্সিকো। মেসির আর্জেন্টিনাকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে ক্রোয়েশিয়া। সুইজারল্যান্ডের কাছে গ্রুপের প্রথম ম্যাচে আটকে গেছে ব্রাজিল। তিকি-তাকার ঝাঁঝ এখনও পাওয়া যায়নি স্পেনের খেলায়। এক কথায় বিশ্বকাপের বড় দলগুলো রীতিমতো নাকানিচুবানি খাচ্ছে তথাকথিত অনামী ও প্রচারের আলো থেকে দূরে থাকা দলগুলোর কাছে। এই তালিকায় কিছুটা ব্যাতিক্রমী ক্রিশ্চিয়ানো রোনারদো। ব্যক্তিগত ক্যারিশমার জোরে দুই ম্যাচে চার গোল করে গোল্ডেন বুট দখলের লড়াইয়ে অনেকটাই এগিয়ে গেছেন সি আর সেভেন। তবে টিম হিসাবে পর্তুগালের পারফরম্যান্স মোটেই পাতে দেয়ার মতো নয়।

তারকারা সব সময় বড় মঞ্চে জ্বলে উঠতে পছন্দ করেন। লিভারপুলের হয়ে সাড়া জাগানো মোহাম্মদ সালাহকে ঘিরে মিসরবাসী স্বপ্ন দেখেছিল রাশিয়া বিশ্বকাপের নক-আউট পর্বে ওঠার। কিন্তু সালাহ চোটের কারণে প্রায় বিশ্বকাপ থেকে ছিটকে যেতে বসেছিলেন। কিন্তু সব আশঙ্কা দূরে সরিয়ে তিনি গ্রুপের দ্বিতীয় ম্যাচে দেশের জার্সি গায়ে নামেন। গোলও করেন। তবে দলকে জেতাতে পারেননি। পর পর দুটি ম্যাচ হেরে মিসর বিশ্বকাপ থেকে ছিটকে গেছে। আপাতত বিদায়ী ম্যাচে সালাহর পায়ের জাদু দেখার প্রত্যাশায় ফুটবলপ্রেমীরা।

পেন্ডুলামের মতো মেসি-নেইমারের পারফরম্যান্স মিটার ওঠা নামা করে ক্লাবের জার্সিতে। রাশিয়া বিশ্বকাপের পুরো ফোকাসটাই ছিল মেসি-রোনালদোর ওপর। সেদিক থেকে দেখলে বিশ্বকাপের মঞ্চে মেসির থেকে কয়েক আলোক বর্ষ দূরে এখন এগিয়ে গিয়েছেন রোনালদো। তবে খাদের কিনারা থেকে কীভাবে ফিরে আসতে হয় সেটা মেসি ভালোই জানেন। বিশ্বকাপে খেলাটাই যখন অনিশ্চিত হয়ে পড়েছিল, তখন শেষ ম্যাচে জ্বলে উঠেছিলেন লিও। তিনিই মূলত আর্জেন্টিনাকে বিশ্বকাপের টিকিট পাইয়ে দিয়েছিলেন। তাই দুই ম্যাচ খেলে আর্জেন্টিনা মাত্র এক পয়েন্ট পেলেও গ্রুপের শেষ লড়াইয়ে নাইজেরিয়াকে উড়িয়ে দিয়ে মেসিদের দ্বিতীয় রাউন্ডে যাওয়ার সুযোগ এখনও রয়েছে। আর সেই জাদু একমাত্র মেসিই দেখাতে পারেন বলে বিশ্বাস করেন আর্জেন্তিনীয় সমর্থকরা। তবে এই আর্জেন্টিনার পক্ষে বিশ্বকাপ জেতা যে কঠিন, সেটা কিন্তু এক কথায় প্রায় সব ফুটবল প-িতই ভবিষ্যদ্বাণী করে দিয়েছেন।

কোস্টারিকার বিরুদ্ধে। বাঁ-প্রান্ত দিয়ে তিনি একের পর এক আক্রমণ শানিয়েছেন বিপক্ষ দলের বক্সে। অতিরিক্ত সময়ে একটিও গোল করেছেন। তবে ঘরের মাঠে চার বছর আগে বিশ্বকাপের সেমি-ফাইনালে জার্মানির কাছে ১-৭ গোলে হারের লজ্জা ঘোচাতে মরিয়া নেইমাররা। সাবেক ব্রাজিলিয়ান তারকা রোনাল্ডো বলেছেন, ‘গ্রুপ পর্বের বাধা টপকে যেতে পারলে এই ব্রাজিলকে আর কেউ আটকাতে পারবে না।’

শনিবারই হয়তো ঠিক হয়ে যাবে জার্মানির বিশ্বকাপ ভাগ্য। সুইডেনের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে যদি জোয়কিম লো’র ছেলেরা হেরে যায়, তাহলে দেশে ফেরার টিকিট কাটতে হবে মুলারদের। বিশ্বকাপের ইতিহাস বলছেন, ইস্পাত কঠিন মানসিকতাই জার্মান ফুটবলারদের মূল সম্পদ। তবে জোয়াকিম লো’র কোচিংয়ে জার্মানি বিগত কয়েক বছরে যে দৃষ্টিনন্দন ফুটবল খেলেছে, তার মধ্যে অনেকেই ব্রাজিলের ‘জোগো বোনিতো’ কিংবা স্পেনের ‘তিকি-তাকা’ খুঁজে পাওয়ার চেষ্টা করেছেন। তবে জার্মান দলে ধীরে ধীরে ট্রানজিশন পর্ব চলেছে। নয়জন পুরানো ফুটবলারের সাথে নবাগতদের নিয়ে বিশ্বকাপের দল সাজিয়েছেন লো। ম্যান সিটির লেরয় সানের মতো তারকাকে ছেঁটে ফেলা যে কতটা ভুল সেটা নিশ্চয়ই বুঝছেন জার্মান কোচ। রাশিয়া বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে জার্মানি ছিটকে গেলে এক ঝটকায় জোগিলোর সা¤্রাজ্যের পতন ঘটবে।

বিশ্বকাপ বরাবর তারকার জন্ম দেয়। ১৫ জুলাইয়ের পর জানা যাবে রাশিয়া বিশ্বকাপের তারকা কে হলেন? তবে যারা স্টারডম স্ট্যাটাস নিয়ে বিশ্বকাপে খেলতে এসেছিলেন, তাদের অধিকাংশই কিন্তু নামের প্রতি সুবিচার করতে পারেননি।

সেদিক থেকে কিছুটা ব্যাতিক্রমী ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি কেন, স্পেনের স্ট্রাইকার ডিয়েগো কস্তা, ক্রোয়েশিয়ার মিডিও লুকা মডরিচ, জার্মানির বিরুদ্ধে মেক্সিকোর একমাত্র গোলদাতা হারভিং লোজানো আর আয়োজক দেশ রাশিয়ার তারকা ডেনিস চেরিশেভ।নয়াদিগন্ত

  • সর্বশেষ
  • জনপ্রিয়