শিরোনাম
◈ চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী

প্রকাশিত : ২৩ জুন, ২০১৮, ০৩:৫৮ রাত
আপডেট : ২৩ জুন, ২০১৮, ০৩:৫৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাকিস্তানের ৯০ জন হিন্দুকে নাগরিকত্ব দিল ভারত

রবিন আকরাম : বছর কয়েক আগে ভারতে আসা পাকিস্তানের ৯০ জন হিন্দুকে নাগরিকত্ব দিয়েছে ভারতের আমোদাবাদ জেলা প্রশাসন।

শুক্রবার এক অনুষ্ঠানে তাদের হাতে প্রয়োজনীয় নথি তুলে দেওয়া হয়।

কলকাতা ২৪ এর তথ্য মতে, জেলা কালেক্টর বিক্রান্ত পাণ্ডে ১৯৫৫-র ভারতীয় নাগরিকত্ব আইনের ধারা মেনে ভারতের নাগরিকত্বের পরিচয়পত্র তাদের হাতে তুলে দেন। তিনি বলেন, ২০১৬ -তে পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তানের হিন্দু ও শিখদের মতে সংখ্যালঘুদের নাগরিকত্ব দেওয়ার প্রক্রিয়ার বিকেন্দ্রীকরণ করে কেন্দ্র। ২০১৬-র ডিসেম্বরে এক গেজেট বিজ্ঞপ্তির মাধ্যমে আমেদাবাদ, গান্ধীনগর ও কচ্ছের জেলা কালেক্টরদের গুজরাতে বসবাস করা এই সংখ্যালঘু সম্প্রদায়ের আবেদনকারীদের ভারতীয় নাগরিকত্ব দেওয়ার ক্ষমতা দেওয়া হয়।

তিনি আরও বলেন, এই ৯০ জনকে নিয়ে নাগরিকত্ব দেওয়ার প্রক্রিয়ার পর প্রতিবেশী দেশগুলি থেকে আসা সংখ্যালঘুদের নাগরিকত্ব দেওয়ায় ক্ষেত্রে দেশের সব জেলার মধ্যে সবার প্রথমে রয়েছে আমেদাবাদ। ২০১৬ থেকে আমেদাবাদ জেলা কালেক্টরেট মোট ৩২০ জনকে নাগরিকত্ব দিয়েছে। দেশের আর কোনও সেটা সম্ভব হয়নি বলে জানিয়েছেন তিনি। ৩২০ জন আবেদনকারীর ৯০ শতাংশই এসেছেন পাকিস্তান থেকে, বাকিরা বাংলাদেশের।

ভারতের নাগরিক হওয়ার পর এবার তারা আধার, পাসপোর্ট ও অন্যান্য পরিষেবা চেয়ে আবেদন করতে পারবেন। ভোটার তালিকায়ও নাম উঠবে তাদের। স্বাভাবিকভাবেই এই সিদ্ধান্তে খুশি ওই নাগরিকেরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়