শিরোনাম
◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত

প্রকাশিত : ২৩ জুন, ২০১৮, ০২:২৯ রাত
আপডেট : ২৩ জুন, ২০১৮, ০২:২৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সড়কে ঝড়ে গেল ৩২ জনের প্রাণ

রবিন আকরাম : দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘনায় ৩২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৪০ জন। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে আশঙ্কা করা হচ্ছে।

শনিবার ভোররাতে পৃথক জেলায় এসব দুর্ঘটনা ঘটে।

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার গরুহাটি এলাকায় যাত্রীবাহী বাস উল্টে ১৬জন নিহত হয়েছেন। এ ঘটনায় হতাহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

তবে আহতরা জানিয়েছেন, বাস যাত্রীদের অধিকাংশই নীলফামারী, কুষ্টিয়া ও ঠাকুগাঁও জেলার যাত্রী ছিলেন। নিহতদের মধ্যে ১৫ জনই পুরুষ, একজন নারী। আহতদের মধ্যে নারী-পুরুষ ছাড়া শিশুরাও রয়েছে।

ওসি মাহমুদুল হাসান সকালে জানান, আলম পরিবহনের বাসটি যাত্রী নিয়ে ঢাকা থেকে নীলফামারীর সৈয়দপুরের দিকে যাচ্ছিল। পথে ভোরে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতেই হতাহতের ঘটনা ঘটে।

‘বাসটি কেন নিয়ন্ত্রণ হারালো, তা এখনি বলা যাচ্ছে না।’

অন্যদিকে রংপুরের তারাগঞ্জে বাস ট্রাকের ধাক্কায় ৭ জন নিহত নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। শনিবার ভোররাতে সদর উপজেলার সলেয়াশাহ্ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- নিশাত (২০) এবং সাজ্জাদ (১৯)। বাকিদের পরিচয় এখনও জানা যায়নি।

বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আমিরুল ইসলাম।

এছাড়া সাভারের আমিন বাজারে বাস  উল্টে ৪ জন নিহত ও নাটর, সিরাজগঞ্জ, গোপালগঞ্জে আরো ৫  জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।  সূত্র : চ্যানেল ২৪, নিউজ ২৪

  • সর্বশেষ
  • জনপ্রিয়