শিরোনাম
◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে

প্রকাশিত : ২৩ জুন, ২০১৮, ১২:১৬ দুপুর
আপডেট : ২৩ জুন, ২০১৮, ১২:১৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আন্তর্জাতিক রেডক্রস প্রেসিডেন্ট বাংলাদেশে আসছেন ৩০ জুন

ডেস্ক রিপোর্ট: তিন দিনের সফরে আগামী ৩০ জুন বাংলাদেশে আসছেন আন্তর্জাতিক রেডক্রস কমিটির (আইসিআরসি) প্রেসিডেন্ট পিটার মরার। বাংলাদেশে অবস্থানকালে তিনি কক্সবাজারে মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গা নাগরিকদের পরিদর্শন করবেন। আইসিআরসির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ প্রতিনিধিদের সঙ্গে আইসিআরসি প্রেসিডেন্টের দেখা করার কথা রয়েছে। তিনি ৩ জুলাই পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবেন।

এর আগে আইসিআরসি প্রেসিডেন্ট ২৫ জুন মিয়ানমার সফরে যাবেন। সেখানে তিনি স্টেট কাউন্সেলর অং সান সু চি ও প্রেসিডেন্ট উ উইন মিন্টের সঙ্গে সাক্ষাৎ করবেন।

সফর প্রসঙ্গে এক বিবৃতিতে আইসিআরসি প্রেসিডেন্ট বলেন, ২০১৭ সালের আগস্টের সহিংসতার পর প্রায় ৭ লাখের মতো রোহিঙ্গা নাগরিক মিয়ানমার থেকে বাংলাদেশে আশ্রয় নিয়েছে এবং রাখাইনে অনেকে বাস্তুচ্যুত হয়েছে। এদের সবার জন্য খাদ্য, স্বাস্থ্যসেবা, শিক্ষা এবং জীবন ধারণের অন্যান্য প্রয়োজনীয় অনুষঙ্গের সংস্থান করা কঠিন হয়ে পড়েছে। ‘মানবিক সাহায্য সংস্থাগুলো’ ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর দুর্দশা কমাতে কঠিন পরিস্থিতিতেও যথাসাধ্য চেষ্টা করছে, বিশেষ করে এই বর্ষার মৌসুমে। কিন্তু সব ধরনের প্রচেষ্টার পরও এখনও অগণিত মানুষ দুর্বিষহ কষ্টে আছে। তিনি বলেন, জরুরি সেবা ও সহায়তা কার্যক্রম চলতে থাকবে, পাশাপাশি মানবিক সহায়তা কর্মী, উন্নয়ন কর্মী এবং কর্তৃপক্ষসহ সব পক্ষের তরফ থেকে এ সংকটের টেকসই সমাধানের লক্ষ্যে জরুরি অগ্রগতি থাকতে হবে।

আইসিআরসি ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সংকটের শুরু থেকেই কক্সবাজারে অবস্থানরত মিয়ানমার থেকে আসা রোহিঙ্গা নাগরিকদের খাদ্য সহায়তা, স্বাস্থ্যসেবা, পারিবারিক যোগাযোগ পুনঃস্থাপন, সুপেয় পানি ও স্যানিটেশনসহ নানা সহায়তা দিচ্ছে। পাশাপাশি এ সংকটের কারণে ক্ষতিগ্রস্ত স্থানীয় মানুষের জন্যও কার্যক্রম হাতে নেয়া হয়েছে। সূত্র: যুগান্তর

  • সর্বশেষ
  • জনপ্রিয়